শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ১০:৪০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের হারের ম্যাচে মুরালি বিজয়ের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কোন রান না করেই সাজঘরে ফিরেছিলেন ভারতের ওপেনার মুরালি বিজয়। ক্রিকেটের পরিভাষায় যাকে বলা হয় ‘পেয়ার’। ষষ্ঠ ভারতীয় ওপেনার হিসেবে পেয়ার পাওয়ার তিক্ত রেকর্ড গড়েছেন মুরালি বিজয়। তার আগেও পাঁচজন ভারতীয় পেয়ারের লজ্জা পেয়েছেন।

প্রথম ইনিংসে ৫ বলে ০ রান করেন মুরালি বিজয়। ইনিংসের প্রথম ওভারেই বোল্ড হয়ে যান ইংলিশ ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসনের বলে। দ্বিতীয় ইনিংসেও তিনি হন জেমস অ্যান্ডারসনের শিকার। জেমস অ্যান্ডারসনের এক ইনসুইঙ্গার মুরালি বিজয়ের ইনসাইড এজে লেগে চলে যায় উইকেট রক্ষক জনি বেয়ারস্টোর হাতে। ৮ বলে ০ রান করে সাজঘরে ফিরে যান মুরালি বিজয়।

এর আগে সর্বশেষ দুই ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ হওয়া ভারতীয় ওপেনার হলেন শিখর ধাওয়ান। ২০১৫ সালে মোহলীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই ০ রান করে ফিরে গিয়েছিলেন শিখর ধাওয়ান

২০১১ সালে বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছিলেন বিরেন্দর শেবাগ। এছাড়া ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ওয়াসিম জাফর, ১৯৭৫ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফারুখ ইঞ্জিনিয়ার এবং ১৯৫২ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে পঙ্কজ রায় দুই ইনিংসেই রানের খাতা না খোলে বিদায় নেন।

তবে এদের মধ্যে শেবাগের স্মৃতিটা একটু বেশিই তিক্ত। দুই ইনিংসে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছিল এ ওপেনারকে। ক্রিকেটের ভাষায় একে বলা হয় কিং পেয়ার। শেবাগ ছাড়াও কিং পেয়ার রয়েছে আরেক ভারতীয় ভগবত চন্দ্রশেখরের। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি পেয়ার রয়েছে নিউজিল্যান্ডের ক্রিস মার্টিনের। ৭ টেস্টে দুই ইনিংসে রান না করে ফেরার লজ্জার রেকর্ড আছে তার। বিডিক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়