শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশী ৯৩৩ ক্যান বিয়ারসহ আটক ২

ফরহাদ আমিন, টেকনাফ(কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ র‌্যাবের অভিযানে বড়ইতলি এলাকা থেকে বিদেশী ৯৩৩ ক্যান বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ সদরের বড়ইতলি এলাকার বায়তুল মামুর জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার পাশে কতিপয় মাদক ব্যাবসয়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ মোঃ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে ১৩ আগস্ট সোমবার ভোররাতে অভিযান পরিচালনা করে চট্রগ্রাম চন্দনাইশ কিল্লা পাড়া এলাকার মোঃ হারুন রশিদের ছেলে মোঃ রফিক(২৭) ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প মুচনী এলাকার মোঃ জাকারিয়ার ছেলে মোঃ সলিমুল্লাহকে বিয়ারসহ হাতেনাতে আটক করে।

পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক ব্যবসায়ীদের স্বীকারোক্তি মতে বায়তুল মামুর জামে মসজিদের সামনে পাকা রাস্তা পার্শে ৮ টি প্লাটিস্টকের বস্তা ভিতর ৯৩৩ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিয়ারের মূল্য ৭ লাখ ৪৬ হাজার ৪শ টাকা। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধ ভাবে মাদক জাতীয় দ্রব্য (বিয়ার) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ২২(গ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়