শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন

তৌকির আহাম্মেদ, সাভার: সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঐ প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৭ আগস্ট দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে বেধরক মারধর করে বিশ্ববিদ্যালয়ের ভিপি জুয়েল ও তার সন্ত্রাসী বাহিনী। তাদের অমানবিক নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া ভিপি জুয়েল ও তার অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে জুয়েলসহ তার সহযোগীদের গ্রেপ্তার করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে, এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করার পূর্বে ভিপি জুয়েল প্রভাব খাটিয়ে উল্টো তাদের বিরুদ্ধেই আশুলিয়া থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। পরবর্তীতে তারাও থানায় এব্যাপারে অভিযোগ করলে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মামলা আমলে নেয় বলেও জানায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়