শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে ইসলাম গ্রহণ করলেন উমর (রা.)

নকীবুল হক: ইসলামের দ্বিতীয় খলিফা আবু হাফস উমর ইবনুল খাত্তাব (রা.) ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন। উমর (রা) এর ইসলাম গ্রহণের কাহিনীই আজ বলছি: তিনি একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে হত্যা করার পরিকল্পনা করলেন এবং তাঁর তরবারি ধার করলেন। অতঃপর তিনি সায়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ (সা.) কে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার সময় রাস্তায় তাঁর সাথে রাসূলুল্লাহ (সা.)-এর একজন সাহাবীর সাক্ষাত হলো। সাহাবী উমর (রা.) কে জিজ্ঞাসা করলেন, হে উমর! কোথায় যাচ্ছ? উমর (রা) জবাবে বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। (নাউজুবিল্লাহ)! তখন সাহবী বললেন, হে উমর! তুমি কি মনে করেছ মুহাম্মদ (সা.) কে হত্যা করলে আব্দুল মুত্তালিবের বংশধর তোমাকে ছেড়ে দিবে? তখন উমর (রা) বললেন, তুমি তো দেখছি মুহাম্মদের অনুসরণ করছো?

সাহবী বললেন, না হে উমর! তবে মুহাম্মদ (সা) কে হত্যা করার পূর্বে তুমি তোমার পরিবারের খবর নিয়ে দেখ। উমর (রা) বললেন, আমার পরিবারের সদস্য কার কথা বলছো? উত্তরে সাহাবী বললেন, তোমার বোন ফাতেমা এবং তাঁর স্বামী সায়িদ ইবনে যায়েদ উভয়ে মুহাম্মদ (সা) এর অনুসরণ করেছে। অতঃপর উমর (রা) রাগান্বিত হয়ে সায়িদ ইবনে যায়েদের বাড়ির দিকে ছুটলেন। যখন উমর (রা) সায়িদ ইবনে যায়েদর বাড়ি পৌঁছল তখন তাঁর বোন ফাতেমা এবং তাঁর স্বামী সায়িদ ইবনে যায়েদকে খাব্বাব ইবনে আরাত (রা) কুরআন শিক্ষা দিচ্ছিলেন। এমতাবস্থায় উমর রা. দরজায় করাঘাত করলে সায়িদ ইবনে যায়েদ দরজা খুলে দিলেন। উমর (রা) তাঁকে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো?

তখন সায়িদ (রা) বললেন, হে উমর! যদি তোমার ধর্ম মিথ্যা হয় এবং মুহাম্মদ (সা) এর ধর্ম সত্য হয় তাহলে তুমি কি করবে? তখন উমর রা. তাঁর বোন ফাতেমাকে ধরলেন এবং তাঁকে একই কথা জিজ্ঞাসা করলে ফাতেমা (রা)ও একই জবাব দেন। এতে উমর (রা) অনেক রাগান্বিত হলেন এবং তাঁকে এমন আঘাত করলেন যে তাঁর চেহারা কেটে গেল এবং হাত থেকে কুরআনের অংশটুকু পড়ে গেল। তখন উমর (রা) কুরআনের অংশটুকু দেখতে চাইলে তাঁর বোন নিষেধ করলেন এবং বললেন, তুমি মুশরিক, তাই তুমি অপবিত্র। প্রথমে ওযু করে আস, তারপর পড়। অতঃপর উমর (রা) ওযু করে কুরআন শরীফের সূরা ত্ব-হা তিলাওত করে কেঁপে উঠলেন এবং বলতে লাগলেন, এটা তো কোনা মানুষের কথা নয়। অতঃপর তিনি তাঁদেরকে মুহাম্মদ (সা) এর কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। তখন তাকে নিয়ে যাওয়া হলে রাসূল (সা) তাঁকে জড়িয়ে ধরে বললেন, হে উমর! এখনো কি সময় হয়নি? তখন উমর (রা) বললেন, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনিই আল্লাহর রাসূল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়