শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০৪:০১ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় খামারে কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে লক্ষাধিক গরু

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। জেলায় কোরবানীর জন্য খামার গুলোতে প্রস্তুত রয়েছে বিপুল সংখ্যক কোরবানীর গরু । খামার গুলোতে লক্ষাধিক পশু হৃষ্টপুষ্ট করণের কাজ সম্পন্ন হয়েছে। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে ক্যামিক্যালের মাধ্যমে কোরবানির পশু মোটা তাজা করণের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। খামারীদের দাবি দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। বাহির থেকে পশু আমদানি করা হলে হুমকির মুখে পড়বে দেশীয় খামারীরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় সাড়ে ১৪ হাজার খামার রয়েছে। এসব খামারে পশু কোরবানীর জন্য প্রস্তুত রয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭ শ ৩৫ টি গবাদি পশু। গত বছর জেলায় ১ লক্ষ ৮১ হাজার পশু কোরবানি করা হয়। এবছরও সমপরিমান কোরবানির পশুর চাহিদা রয়েছে। তবে খমারীরা বলছেন, চাহিদা অনুপাতে পর্যাপ্ত কোরবানির পশু মজুদ রয়েছে। এসব কোরবানীর পশুকে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করনের জন্য খামারীরা প্রশিক্ষণ নিয়ে দিন-রাত কাজ করছেন। কৃত্রিম খাবারের পরিবর্তে খৈল, ভুসি, ঘাস সহ দেশীয় খাবারের মাধ্যমে বেড়ে উঠছে এসব প্রানী। খামারীদের মতে জেলায় যে পরিমান গবাদি পশু রয়েছে তা দিয়েই কোরবানীর চাহিদা মেটানো সম্ভব।

পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু আমদানী করা হলে দেশীয় খামারীরা ক্ষতিগ্রস্ত হবে। বঞ্চিত হবে কাঙ্খিত লাভ থেকে। ক্যামিকেলের ব্যবহার রোধে নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করণের জন্য খামারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন এই প্রাণি সম্পদ কর্মকর্তা বাহির থেকে গরু আমদানী বন্ধ এবং দেশে অবৈধভাবে ভারতীয় গরুর পাচার রোধে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি খামারীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়