শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০২:৪০ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করে দিচ্ছে সরকার

আবুল খায়ের ভুঁইয়া : কোমলমতি শিক্ষার্থীরা সরকারের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে, দেশে আইনের শাসন নেই। এবং তারা যে জন্য আন্দোলন করেছিলো, তাদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ এবং যুব লীগের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যক্কারজনক। আমরা এর নিন্দা জানাই। তাদের উপর সরকারী বাহিনীর এমন হামলা করা ঠিক হয়নি। যেখানেই  তারা ন্যায্য আন্দোলন করছিলো, সেখানেই ছাত্রলীগ, যুবলীগ মিলে হামলা চালাচ্ছে। এর থেকে এটাই বুঝা যায় যে, দেশে কোনো ধরণের ন্যায্য আন্দোলন হলেই  সরকার তা নস্যাৎ করে দিচ্ছে এবং দেশে কোনো ধরণের গণতন্ত্র বলতে কিছুই নেই।

অন্যদিকে এই সরকারের শাসন আমলে তার দলের লোকেরা দেশের খনিজ সম্পদ লুট করে হজম করে ফেলছে। দেশ থেকে এমন ভাবে খনিজ সম্পদ চুরির ঘটনায় সরকারপ্রধানের পদত্যাগ করা উচিৎ ছিলো। যেহেতু এখন পর্যন্ত খনিজ সম্পদ চুরির ঘটনায় সরকার এ বিষয়ে কোনো ধরণের কথাই বলেনি, অতএব সরকারও লুটপাটের সাথে জড়িত আছে। তাদের বিরুদ্ধে অভিযোগের চেয়ে চুরির পরিমান বেশি। আমরা একে  চুরি না ধরে ডাকাতি ধরতে পারি। তারাতো গণতন্ত্রের কথা মুখেই বলে যাচ্ছে কিন্তু কাজে কর্মে তা দেখা যাচ্ছে না। তারা তিন বারের প্রধানমন্ত্রীকে এভাবে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে, তাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টায় আছে। এবং তারা নির্বাচন নিয়ে সকল জায়গায় কারচুপি করছে।

পরিচিতি : সাবেক এমপি, বিএনপি /মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়