শিরোনাম
◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০২:৩৬ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই

আলহাজ্ব ইকবাল পারভেজ : জাতীয় শোক দিবস আসন্ন। শোক দিবস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ১৯৭৫ সালের ১৫ আগস্টের কথা। যেদিন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানম-ির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নৃশংসভাবে নিহত হন তাঁর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ২৬ জন। বঙ্গবন্ধু পরিবারের যেসকল সদস্যবৃন্দ ১৫ আগস্টে নিহত হন তাদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেল; পুত্রবধু সুলতানা কামাল ও রোজী কামাল; ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি প্রমূখ।

বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসেন কর্নেল জামিলউদ্দীন, তিনিও তখন নিহত হন। দেশের বাইরে থাকায় বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা। প্রতি বছর ১৫ আগস্ট জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের, আমরা পালন করি জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবসে আমরা বঙ্গবন্ধু ও তার সাথে যারা নিহত হয়েছেন, তাদের আতœার মাগফিরাত কামনা করি। পাশাপাশি শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করতে আমাদেরকে বজ্রকঠিন শপথ নিতে হবে। বঙ্গবন্ধুকণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারই দেখানো উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নিতে হবে।

পরিচিতি: যুগ্ম সাধারণ সম্পাদক, নারয়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও আইটি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগ/সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়