শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০৬:০০ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাস্পিয়ান সাগরে বিদেশি সেনারা চলাচল করতে পারবে না: ইরান

তানভীর রিজভী:  ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, কাস্পিয়ান সাগর দিয়ে তীরবর্তী দেশগুলো ছাড়া বাইরের দেশের কোনো সেনা বা সামরিক জাহাজ চলাচল করতে পারবে না।

তিনি আরো বলেছেন, এ সাগরের নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণভাবে তীরবর্তী পাঁচ দেশের ওপর নির্ভর করবে। কাজাখস্তানের বন্দরনগরী আকতাউয়ে রোববার ঐতিহাসিক কনভেনশনে সই করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, কাস্পিয়ান সাগরের আইনি অবস্থান বা মর্যাদা নিয়ে সই হওয়া কনভেনশনের মাধ্যমে তীরবর্তী দেশগুলোর মধ্যে আরো ভালো ও শক্তিশালী সম্পর্ক তৈরি হবে। তিনি বলেন- রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক সবসময় যথেষ্ট আন্তরিক ও উষ্ণ ছিল।

কাজাখস্তানের বন্দরনগরী আকতাউয়ে পাঁচ দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই দশকের বেশি সময় ধরে আলোচনার পর কাস্পিয়ান সাগরের আইনি অবস্থান নিয়ে কনভেনশন সই করা সম্ভব হলো। কনভেনশনে সই করা দেশগুলো হচ্ছে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ এবং কাস্পিয়ান সাগরের সম্পদের মালিক তারাই।

কনভনেশনে ২৪টি অনুচ্ছেদ রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে এই সাগরে বাইরের কোনো দেশের সামরিক উপস্থিতি থাকতে পারবে না। এছাড়া, এ সাগর দিয়ে বাইরে কোনো দেশ কোনো সামরিক সরঞ্জাম পরিবহন করতে পারবে না। পাশাপাশি সদস্য দেশগুলোর কেউ তাদের নিজেদের কোনো সামরিক ঘাঁটি বাইরের কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারবে না। পার্সটুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়