শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০২:০৭ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ উপলক্ষে দেশজুড়ে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

ফয়সাল মেহেদী : আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ১৮৭টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দেশজুড়ে চিনি, ডাল তেল ও ছোলা বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল সোমবার (১৩ আগস্ট) থেকে ঢাকা মহানগরীতে ৩৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি এবং জেলা সদরে ২টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোক্তাদের কাছে এসব পণ্য বিক্রি শুরু হবে।

রোবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিবি জানায়, ভ্রাম্যমাণ ট্রাক ছাড়াও টিসিবির ২ হাজার ৮০৩ জন ডিলার ও নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে চলবে পণ্য বিক্রি কার্যক্রম। ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে ভোক্তাদের কাছে প্রতি কেজি চিনি বিক্রি করা হবে ৫২ টাকা দরে। এছাড়া মাঝারী সাইজের মশুর ডাল প্রতি কেজি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা এবং ছোলা প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হবে।

একজন ভোক্তা একসঙ্গে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৪ কোজি মশুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল এবং চাহিদা মতো ছোলা কিনতে পারবেন।

রাজধানীতে যে ৩৫টি স্থানে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থাকবে- সচিবালয় গেট, প্রেসক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, দিলকুশা, দৈনিক বাংলা মোড়, মতিঝিল বক চত্বর, ফকিরের পুল বাজার ও আডিয়াল স্কুল এলাকা, বাংলাদেশ ব্যাংক চত্বর, যাত্রাবাড়ী কাচা বাজার, শান্তিগনর বাজার, মালিবাগ বাজার, রামপুরা বাজার, বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে, মেরুল বাড্ডা কাচা বাজার, খিলগাঁও তালতলা বাজার, শাহজানহানপুর বাজার।

এছাড়াও বাসবো বাজার, মাদারটেক/নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে, খামারবাড়ী ফার্মগেট, কলমীলতা বাজার, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, শ্যামলী মোড়, মিরপুর-১ মাজার রোড, মিরপুর-১০ গোলচত্বর, কালশী মোড় (পূরবী সিনেমা হল সংলগ্ন), রাজনীগন্ধা সুপার মার্কেট (কচুক্ষেত), আসাদ গেট, মোহাম্মদপুর টাউনহল, জিগাতলা মোড়, সাইন্সল্যাবরেটরী মোড়, নিউমার্কেট (পোস্ট অফিস, বটতলা), ছাপড়া মসজিদ (পলাশী মোড়), আসকোনা হাজীক্যাম্প এবং রাজলক্ষ্মী কমপ্লেক্সে (উত্তরা) টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়