শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০১:২১ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নগর দারিদ্র দূর করতে ৮২৬ কোটি টাকার কর্মসূচি

সাইদ রিপন: সুষম ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগ শহরের দারিদ্র দূর করতে একটি কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য ইউকে এইড (ডিএফআইডি) এবং ইউএনডিপির অনুদানে প্রেক্ষিতে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পটির জন্য মোট ব্যয় হবে ৮২৬ কোটি টাকা। এটি আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটি জুলাই ২০১৮ থেকে জুন ২০২৩ সালে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, পৌরসভা ও সিটি কর্পোরেশগুলোর প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে নগরের দরিদ্র বসতিগুলোতে পর্যাপ্ত নাগরিক সুবিধা দিতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এ অবস্থায় নগরগুলোতে বিশেষ করে উপকূলীয় এলাকার পৌরসভাগুলোতে জলবায়ু পরিবর্তন জতিন ঝুকি কমানোর লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পটি গত বছরের ২০ এপ্রিলে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিলো। কিন্তু নগরীর বস্তিবাসীদের জন্য কোন জমি না থাকায় বস্তিতে ফুটপাত, ড্রেন, স্যানিটারি ল্যাটিন, বাথরুম, নলকূপ ইত্যাদি নির্মাণ বা স্থাপনের প্রকল্প গ্রহণ করা যুক্তিযুক্ত নয় বলে জানিয়েছিলো একনেক। সে প্রেক্ষিতে আলোচ্য প্রকল্পটির উদ্দেশ্য পরিবর্তন করে স্বল্প আয়ের লোকদের জন্য এক রুম বা দেড় রুমের ফ্লাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী প্রকল্পটি পুর্নগঠিত করা হয়েছে।

প্রকল্পটির উদ্দেশ্যে বলা হয়েছে, জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব বাসস্থান নির্মাণ ও মৌলিক সেবা প্রদান, কমিউনিটিভিত্তি কার্যক্রম গ্রহণ, কর্মসংস্থানমূখী উন্নয়ন, স্থিতিশীল অবকাঠামো নির্মাণের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠীর জলবায়ু সহিঞ্চু দক্ষতা বৃদ্ধিকরণ এবং উন্নত নগর ব্যবস্থাপনা, নীতিমালা ও পরিকল্পনার জন্য পৌরসভাকে শক্তিশালীকরণ করা।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সুধীর কিশোর চৌধুরী বলেছেন, প্রস্তাবিত এ প্রকল্পটির মাধ্যমে নি¤œ আয়ের জনগোষ্ঠীর জন্য ২ রুমের ফ্লাট নির্মাণ করা হবে। এছাড়া কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ড গঠন করে বিনা সুদে দীর্ঘ মেয়াদী গৃহায়ণ ঋণ দেয়া হবে। এর মাধ্যমে পৌরসভাকে উন্নত নগর ব্যবস্থাপনা, নীতিমালা ও পরিকল্পনার জন্য শক্তিশালীকরণ করা হবে। এজন্য প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়