শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০১:১৬ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোখের চিকিৎসায় বিদেশ পাঠানো হতে পারে বাপ্পীকে

রিকু আমির : ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে হামলার দিন একটি চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা বাপ্পীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়া হতে পারে।

রোববার দুপুরে তিনি এ প্রতিবেদককে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চিকিৎসার কাজ চলছে। সেদিন তিনি আমাকে দেখে গেছেন এবং সব ধরণের সহযোগিতার কথা বলে গেছেন। বিদেশ পাঠাতে প্রসেসিং করার জন্য আমার পাসপোর্ট নেয়া হয়েছে।

ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একটি কেবিনে আছেন আরাফাতুল ইসলাম বাপ্পী। রোববার দুপুরে যখন তার সাথে কথা হয় তখন তিনি কালো চশমা পড়েছিলেন। গত ৪ আগস্টের সেই সংঘর্ষে বাপ্পীর একটি চোখে ইটপাটকেলের আঘাত লাগে। তিনি ঢাকার হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।

বাপ্পির পরিবারে পুরুষ মানুষ দ্বিতীয়টি নেই। এজন্য তার সেবায় নিয়োজিত আছেন তার ঘনিষ্ঠ বন্ধু মিজান ও ফুয়াদ। মিজান বলেন, ওর চোখের অনেক গভীরে আঘাত লেগেছে। চিকিৎসকরা বলেছেন, ওর চোখ টিকবে না। আবার টিকতেও পারে। সে সম্ভবনা খুবই কম।

২৯ বছর বয়সী বাপ্পী হাজারীবাগের স্থায়ী বাসিন্দা। তার বাবা আবদুল জব্বার ১৯৯৫ সালে মৃত্যুবরণ করেন। সেই থেকে মা নাজমা বেগম ও এক বোনকে নিয়ে তার কঠোর সংগ্রামী জীবন শুরু হয়। হাজারীবাগের চামড়ার ছোটখাট ব্যবসায়ের পাশপাশি আওয়ামী লীগের রাজনীতি করেন বাপ্পী।

বাপ্পী বলেন, সেদিন আমরা শিক্ষার্থীদের বোঝাতে গিয়েছিলাম যে, পার্টি অফিসে চার লাশ ও চার নারীকে ধর্ষণ এটা সত্য নয়, অফিসে ঢুকে তাদের দেখে যেতে বলছিলাম। এর কিছুক্ষণের মধ্যেই অতর্কিত হামলা। আসলে ওদের মধ্যে অপশক্তি ঢুকে পড়েছিল। সেই অপশক্তিই লাশের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের উস্কে দেয় পার্টি অফিসে হামলা করতে।

এদিকে, বাপ্পীর পাশের কেবিনে আন্দোলনরত একজন শিক্ষার্থী চিকিৎসাধীন। তার নাম আনোয়ার হোসেন (২৩)। তার চোখেও গুরুতর জখম আছে বলে জানা গেছে। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা যায়নি। তারা বদমেজাজ দেখিয়ে এ প্রতিবেদককে সরিয়ে দেন। আরও দুজন আন্দোলনরত শিক্ষার্থী চোখে আঘাত নিয়ে এ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদেরও একই অবস্থা। কথা বলতে তারা মোটেও আগ্রহী নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়