শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ১১:৪৮ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহারের দাবিতে জাপানে বিক্ষোভ

ইফ্ফাত আরা: মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে জাপানের ওকিনাওয়াতে হাজারও মানুষ। বিক্ষোভকারীদের দাবি, তারা দক্ষিণ জাপানের সমস্ত দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটির প্রত্যাহার চান। শনিবার নাহা পার্কে প্রায় ৭০ হাজার বিক্ষোভকারীরা এই ঘাঁটি প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেন।

এর আগে তাকেশি ওনাগা ২০১৪ সালে দেশটির গভর্নর হিসেবে নিয়োজিত হন। সেসময় মার্কিন ঘাঁটি স্থানান্তরিত করে ওকিনাওয়া দ্বীপে আনার বিষয়টি নিয়ে সমালোচনা ও বিরোধিতা করে তিনি কেন্দ্রীয় গভর্নরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শনিবার অঞ্চলটির ডেপুটি গভর্নর কিচিরো জাহানার নেতৃত্বে বিক্ষোভটি চলমান হয়। কিচিরো বলেন, গভর্নরের দেখানো পথেই তিনি এ বিক্ষোভ চালিয়ে যাবেন এবং তার দৃঢ় বিশ্বাস তারা সফল হবেন।

বিক্ষোভকারীরা বলেন, মার্কিন সামরিক ঘাঁটি ম্যারিন কর্পস এয়ার স্টেশন ফুটেনমাকে জনবহুল অঞ্চল থেকে স্থানান্তরিত করে দ্বীপ অঞ্চলে এনে শুধু পরিবেশগত সমস্যার সৃষ্টিই না বরং এখানকার স্থানীয় মানুষের ইচ্ছাকেও অবমূল্যায়ন করা হচ্ছে। বিক্ষোভকারীরা ‘নতুন হেনোকো ঘাঁটি না’ এবং ‘ওকিনাওয়ানবাসী হার মানবে না’ সেøাগানে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এদিকে জাপান সরকার বলেন, তাদের বর্তমান পরিকল্পনাটাই একমাত্র সমাধান। তবে বেশিরভাগ ওকিনাওয়াবাসী দ্বীপে এই ঘাঁটির স্থানান্তরিতার বিরোধিতা করেছে। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়