শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজে গিয়ে দেখতে পারেন পবিত্র কিছু নিদর্শন

মাওলানা আমিনুল ইসলাম : সৌদি আরব রাসুলের (সা.) দেশ। বরকত পরশিত এ দেশে রয়েছে পবিত্র সব নিদর্শন। যা আত্মার খোরাক জোগায় ও আধ্যাত্মিক তৃপ্তি জাগায়। পবিত্র হজ পালন উপলক্ষে দীর্ঘ সময় এ দেশে অবস্থান করার সুযোগ হলে পবিত্র নগরীর নিদর্শনগুলো দেখে নিতে পারেন। এসব নিদর্শন দেখে দেখে রাসুলের (সা.) ভালোবাসায় সিক্ত হতে পারেন আপনিও।

নিম্নে পবিত্র নগরীর কিছু দর্শনীয় নিদর্শনের তালিকা প্রদান করা হলো:

১. কাবা শরিফ।
২. রসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক।
৩. মিজাবে রহমত।
৪. জমজম ক‚প।
৫. মসজিদ আল কিবলাতাইন।
৬. আরাফার ময়দান।
৭. মিনা।
৮. হাতিমে কাবা।
৯. মুজদালিফা।
১০. মাকামে ইবরাহিম।
১১. ওহুদ প্রান্তর।
১২. হেরা গুহা।
১৩. হাজরে আসওয়াদ।
১৪. সাফা পাহাড়।
১৫. মারওয়া পাহাড়।
১৬. মাসয়া।
১৭. রুকনে ইয়ামানি।
১৮. মুলতাজাম।
১৯. মাতাফ।
২০. সাওর পাহাড়।
২১. আবু কুবাইস পাহাড়।
২২. মসজিদুল হারাম।
২৩. মসজিদে মিকাত।
২৪. মসজিদে কুবা।
২৫. নবীজী (সা.)-এর বাড়ি।
২৬. জান্নাতুল মুয়াল্লা।
২৭. রওজায়ে জান্নাত।
২৮. উস্তুওয়ানা হান্নানা (সুবাস স্তম্ভ)।
২৯. উস্তুওয়ানা সারির।
৩০. উস্তুওয়ানা উফুদ।
৩১. মসজিদে জুমুয়া।
৩২. উস্তুওয়ানা আয়েশা (আয়েশা স্তম্ভ)।
৩৩. উস্তুওয়ানা আবু লুবাবা (তওবা স্তম্ভ)।
৩৪. উস্তুওয়ানা জিবরাইল (আ.)।
৩৫. মিহরাবে নববি।
৩৬. মসজিদে গামামাহ।
৩৭. মসজিদে আবু বকর (রা.)।
৩৮. রিয়াজুল জান্নাত।

এগুলো ছাড়াও আরো বহু দর্শনীয় নিদর্শন রয়েছে পবিত্র এ নগরীতে। সময় ও সুযোগ মতো বছরের অন্য সময়েও দেখে আসতে পারেন বহুকালের সাক্ষি হয়ে থাকা এসব পবিত্র নিদর্শন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়