শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ১১:০০ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিস বিল্ডিং কমপ্লেস প্রস্তুত : দীপুমনি

তরিকুল ইসলাম : আগারগাঁওয়ে পিস বিল্ডিং কমপ্লেস প্রস্তুত হয়ে গিয়েছে। ঢাকার আগারগাঁওয়ে পিস বিল্ডিং কমপ্লেস প্রস্তুত হয়ে গিয়েছে। এটি যে কোনো সময় উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে জাপান সফরে গেলে সেখানে পিস ব্লিডিং কমপ্লেক্স ঢাকায় প্রতিষ্ঠা করার বিষয়ে কথা হয় । জাপান সরকারের সহায়তা একটি প্রতিষ্ঠা করা গেছে।

দীপু মনি বলেন, বাংলাদেশ বহু বছর ধরে জাতীসংঘ পিস কিপিং তার বাহিনী পাঠিয়ে যাচ্ছে।  কিন্তু যুদ্ধ পরবর্তী সমাজ ও রাষ্ট্র গঠনে পিস বিল্ডিং করা অবশ্য প্রয়োজনীয় কাজ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকাস্থ  জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি বলেন, রোহিঙ্গাদের বিষয় বাংলাদেশের গুরুত্ব ও সহ্য ক্ষমতা বিশ্বকে নাড়া দিয়েছে। কূটনীতিতে ধর্ম ও আদর্শ এদুটির ভারসাম্য রক্ষা করে চলতে হবে। বাংলাদেশের মানুষের এত সমস্যা থাকা সত্ত্বেও তারা প্রতিবেশী দেশের অসহায়  ৭ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে।

জাপান বিশ্ব সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশের সঙ্গে মিলে  এ সমস্য সমাধান করতে চেষ্টা চালাচ্ছে। কোনো সময় উদ্বোধন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়