শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ১০:০৩ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লর্ডসে যে ইতিহাস গড়লেন ওকস

স্পোর্টস ডেস্ক: শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন ক্রিস ওকস। যা তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে প্রথমবারের মতো এ সম্মান অর্জন করেন তিনি। ভারতের বিপক্ষের অপরাজিত ১২০ রানের ইনিংসটি তাকে অনেক কিংবদন্তির পাশে স্থান করে দিয়েছে। দেখে নেওয়া যাক আর কোন কোন ইতিহাস সৃষ্টি করেছেন তিনিÑ

১০

ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো দশম ক্রিকেটার ওকস। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়ে প্রথমবার বোলিংয়ে অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন ওকস। আর ভারতের বিপক্ষে চলতি টেস্টে সেঞ্চুরি করে দ্বিতীয়বারের মতো অনার্স বোর্ডে নাম লেখালেন তিনি।

৩ টেস্টের মধ্যে দ্বিতীয়বারের মতো লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ওকস। এর আগে ইয়ান বোথাম প্রথম টেস্টেই ডাবল অনার্স অর্জন করেছিলেন। আর ভিনু মানকাদ তার দ্বিতীয় টেস্টে এ কৃতিত্ব দেখান।

মাত্র ৫ জন ক্রিকেটার লর্ডসে সেঞ্চুরি, ৫ উইকেট ও ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ওকস ছাড়াও বাকী চার ক্রিকেটার হচ্ছেন স্যার গুবি অ্যালেন, কেইথ মিলার, ইয়ান বোথাম ও স্টুয়ার্ট ব্রড।

নূন্যতম ১০ উইকেট নেওয়া কোন ভেন্যুতে ওকসের ব্যাটিং গড় ৫০ এর উপরে। আর বোলিং গড় ১০ এর নিচে। লর্ডসে তার ব্যাটিং গড় ১২২.০০, আর বোলিং গড় ৯.৯৩। এর রেকর্ড আর কারো নেই।

২০১১

লর্ডসে ৭ নম্বরে নেমে সর্বশেষ কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন ২০১১ সালে। সেটাও ভারতের বিপক্ষে, করেছেন ম্যাট প্রিয়র।

২০১০

নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড সর্বশেষ ২৫০ বা তার বেশি লিড নিয়েছে ২০১০ সালে। সেটিও এশিয়ার দেশ পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচের আগে ইংল্যান্ড ৩২ বার ২০০ এর বেশি লিড নিয়েছে। এবং এর মধ্যে একবারও হারেনি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়