শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৯:৪০ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি আঁকবে বাংলাদেশ চারুশিল্পী সংসদ

রাজু আনোয়ার: বাংলাদেশের স্থপতি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এ যাবতকালের সর্ববৃহৎ প্রতিকৃতি আঁকার উদ্যোগ হাতে নিয়েছেন বাংলাদেশ চারুশিল্পী সংসদ। ৪৩ ফুট উচ্চতার এ প্রতিকৃতিটি হবে চার তলা বিশিষ্ট একটি ভবনের সমান। এটি স্থাপন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসির মিলন চত্বরের পাশে।

রোববার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ চারুশিল্পী সংসদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুবিশাল এ কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন প্রায় দেড় শতাধিক চিত্রশিল্পী। প্রতিকৃতির ছবি নির্বাচন, লে আউট তৈরি, ক্যানভাস প্রস্তুতসহ কারিগরি কাজ শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে। বর্তমানে টিএসসির মিলনায়তন ও সুইমিংপুল চত্বরে চলছে ক্যানভাসে লাইন ড্রয়িং এর কাজ। টিএসসির চৌরাস্তা পাঠাগারের দিকে রাস্তার পাশে ১৪ আগস্ট দিনব্যাপী চলবে এটি স্থাপনের কাজ, যা সম্পন্ন করা হবে সন্ধ্যা ৬টার মধ্যে। এরপর ১৫ আগস্ট থেকে শুরু করে শুক্রবার ৩১ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হবে চিত্রকর্মটি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবার জাতির জনকের ৪৩তম শাহাদত বার্ষিকীতে এই উচ্চতা নির্ধারণ করা হয়েছে। ক্যানভাসের ওপর এক্রেলিক কালারে আঁকা হবে মূল ছবি। কোনো তুলি বা অন্য কোনো মাধ্যমে নয়, ফ্রেমের শরীরে রঙ লাগবে হাতের আঁচড়ে। এরপর অনেকগুলো টুকরো ফ্রেমের ক্যানভাসে স্বতন্ত্রভাবে একেকটি অংশ আঁকবেন শিল্পীরা। পরে টুকরোগুলোকে একত্রে জুড়ে দিয়ে তৈরি হবে মূল পূর্ণাঙ্গ প্রতিকৃতি।

এসময় চারুশিল্পী সংসদের সভাপতি জামাল আহমেদ বলেন, বাংলাদেশের শিল্পীরা নিজেদের মেধা, মনন, শ্রম ও সৃজনশীলতা দিয়ে গোটা বিশ্বের সঙ্গে সৃষ্টি করে আসছে মহৎ সব শিল্পকর্ম। দেশের জন্য বয়ে আনছে মর্যাদা ও সম্মান। এ আয়োজন সে ধারাবাহিকতারই অংশ।

সংগঠনের সাধারণ সম্পাদক কামাল পাশা বলেন, দেশে এটিই হবে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় হাতে আঁকা চিত্রকর্ম। এছাড়া এটি বিশ্বের বড় চিত্রকর্মগুলোর মধ্যেও প্রথম সারির একটি বলে বিবেচিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চারুশিল্পী সংসদের সদস্য তৈমুর হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়