শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৮:২০ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক অপরাধ তদন্ত করতে বিশেষ আদালত প্রতিষ্ঠার ঘোষণা খামেইনীর

সাইদুর রহমান : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেইনী দেশটিতে ক্রমবর্ধমান অর্থনৈতিক অপরাধ তদন্ত করতে বিশেষ আদালত প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খামেইনি বলেন, তার দেশ এখন  অর্থনৈতিক যুদ্ধাবস্থার সম্মুখীন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক লারিজানি খোমেইনির কাছে আর্থিক অপরাধ তদন্তের জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠার আহ্বান করার পর খোমেইনি এ ঘোষণা দেন।

সাদেক লারিজানি জানান, খামেইনি এ প্রস্তাবনার অনুমোদন দিয়েছেন এবং বলেছেন, এ আদালতের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে যারা আর্থিক অপরাধে জড়িত। এছাড়া শাস্তির বিধান ইনসাফভিত্তিক করতে বিভিন্ন উপদেষ্টা নিয়োগ দেয়া হবে বলে জানান লারিজানি।

প্রসঙ্গত, লারিজানি একটি চিঠিতে এ প্রস্তাবনা পেশ করেন যে, দুই বছরের জন্য কয়েকটি ইসলামী আদালত প্রতিষ্ঠা করতে হবে। এবং এর মাধ্যমে যারা দেশের অর্থনীতিকে অচল এবং ধ্বংস করার কাজে জড়িত হবে তাদের কঠিন শাস্তির আওতায় আনা হবে। তবে এক্ষেত্রেও আপিল করার সুযোগ থাকবে।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, কমপক্ষে ৪০ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক উপপ্রধানও রয়েছে। যারা অর্থনীতিকে অচল করা এবং ধ্বংস করার কাজে জড়িত ছিল। এখন তাদের ফাঁসি হতে পারে। সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়