শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৮:০২ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইহুদি রাষ্ট্র ঘোষণায় বিক্ষোভে ইসরায়েলের আরব সংখ্যালঘুরা

 

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: গত ১৯ জুলাই ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি। এর প্রতিবাদে শনিবার দেশটির সংখ্যালঘু আরব সম্প্রদায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। এসময় ফিলিস্তিনের পতাকা এবং  আরবী ও হিব্রু ভাষায় ‘সমতা’ লেখা বিক্ষুব্ধ হাজার হাজার জনতা উপস্থিত ছিল।

ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমির বেদুইন গ্রামের নাগরিক ১৯বছর বয়সী লায়লা আল সানা বলেন, ‘এ আইনটির প্রতিবাদে সবাই সম্মিলিতভাবে একতিত্র হয়েছি, এটি সরকারের সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য আমাদের।’ বিক্ষোভে অংশ নেয়া ৬৮ বছর বয়সী শেখ দাব্বাহ নামক অপর এক ব্যক্তি জানান, । ‘যখনই শুনেছি নতুন এ আইনটির কথা তখনই মনে হয়েছে আমাদের মাতৃভূমি এবং শহর বাঁচানো প্রয়োজন, সেজন্যই এ বিক্ষোভে অংশ নেওয়া।’

ইসরায়েলের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিলটি পাস হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে আরব ও সংখ্যালঘুরা। পার্লামেন্টের সংখ্যালঘু মুসলিম আরব সদস্যরা একে ‘চরম বর্ণবাদী ও জাতিবিদ্বেষমূলক’ আইন বলে অভিহিত করেন। প্রসঙ্গত, ইসরায়েলে ৯০ লাখ অধিবাসীর মধ্যে ১৮ লাখ আরব মুসলিম বাস করে যা মোট জনসংখ্যার ২০ শতাংশ। এর আগে গত শনিবার দেশটির অপর এক সংখ্যালঘু জনগোষ্ঠী দ্রুজও এ আইনের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়