শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্লামেন্ট নির্বাচনে জঙ্গি গোষ্ঠির মনোনীত ৩৫ প্রার্থীকে বাদ দিল আফগানিস্তানের নির্বাচন কমিশন

 

সাইদুর রহমান : আগামী অক্টোবরে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এরই মধ্যে দেশটির নির্বাচন কমিশন সরাসরি জঙ্গি গোষ্ঠিদের সাথে জড়িত ৩৫ জন মনোনীত প্রার্থীদের নির্বাচনের তালিকা থেকে বাদ দিয়েছে।
দেশটির নির্বাচনের অভিযোগ তদন্তকারী স্বতন্ত্র কমিটি  এক বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বহিষ্কারকৃত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে বর্তমান সরকারের পার্লামেন্ট সদস্যও রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এদের সাথে জঙ্গি গোষ্ঠির সাথে সরাসরি সর্ম্পক রয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু এবং স্বাধীন হয় এ জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। ধারণা করা হয়েছে, পার্লামেন্টকে জঙ্গি গোষ্ঠির সাথে সর্ম্পক কেটে ফেলার এটিই প্রথম পদক্ষেপ। তবে বহিষ্কৃতরা এই পদক্ষেপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

তদন্তকারী কমিটি মাস যাবৎ অনুসন্ধানের পর ৩৪ টি এলাকার এসব বহিষ্কৃত প্রার্থীদের ব্যাপারে শত শত অভিয়োগ পেয়েছে। এরপরই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কমিটি।

উল্লেখ্য, ৪০ বছর ধরে যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে গণতন্ত্র সুরক্ষায় অনেক বিলম্বের পর আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনী কার্যক্রমকে টার্গেট করে ইতিমধ্যেই তালেবান এবং আইএসের হামলা বেড়ে গেছে। সূত্র : রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়