শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৬:৩৯ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিলানকে হারিয়ে বার্নাব্যু ট্রফি রিয়ালের

স্পোর্টস ডেস্ক: মৌসুম শুরুর আগে নিজেকে ধীরে ধীরে মেলে ধরেছেন ওয়েলস তারকা বেল। জুভেন্টাস ও রোমার বিপক্ষে গোল করা এই ফরোয়ার্ড জাল কাঁপিয়েছেন মিলানের বিপক্ষেও।

দ্বিতীয় মিনিটে কারিম বেনজিমার গোলে এগিয়ে যায় রিয়াল। যদিও শুরুর এই অগ্রগামিতা ধরে রাখা যায়নি। ২ মিনিট পর সমতায় ফেরে রিয়ালকে অস্বস্তিতে ফেলে দেন গনসালো হিগুয়েইন। আক্রমণ শাণিয়ে বার বার প্রতিরোধের মুখে পড়ে স্কোর লাইনে আসছিল না কোনও পরিবর্তন। বিরতির আগেই দারুণ এক সুযোগে ব্যবধান বাড়িয়ে নেন ওয়েলস তারকা। খুব কাছ থেকে জাল কাঁপান বেল।

ম্যাচের শেষ দিকে স্কোর লাইন ৩-১ করে জয়টা নিশ্চিত করেন বোরহা মায়োরাল। ৯০+১ মিনিটে কোনাকুনি শট ক্লিয়ার করতে না পারার খেসারত দিয়েছে মিলান। শুরুতে বল ঠেকিয়ে দিয়েছিলেন মিলান গোলকিপার। পাল্টা বল থেকে জাল কাঁপান পাঠান মায়োরাল।

ম্যাচটিতে ৭৭ মিনিটে মাঠে নামেন লুকা মদরিচ। অথচ গত কয়েক দিন ধরে তাকে নিয়ে চলছে জোর গুঞ্জন। ইন্টার মিলানের কাছে তাকে বিক্রি করে দেওয়া হবে এমন গুঞ্জনের মাঝেও মাদ্রিদের জার্সিতে দেখা দেন দ্বিতীয়ার্ধের শেষ দিকে। গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিলেন। গোলকিপার তার শট রুখে দিলে ফিরতি বলে জাল কাঁপিয়েছেন মায়োরাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়