শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৫:১৯ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ট্রাফিক আইন সপ্তাহের নয়, সারা বছরের বিষয়’

মেহেদী হাসান: ট্রাফিক আইন মানানোর জন্য সারা বছর ধরেই ব্যবস্থাটা রাখতে হবে। এটা কোন সপ্তাহের নয়, এটা প্রতিদিনের ব্যাপার এবং সারা বছরের ব্যাপার। তবে চেষ্টা হচ্ছে এটা ভালো, এই চেষ্টা আরো করতে হবে। সড়ক ব্যবস্থা নিয়ে আলাপকালে নগর বিশেষজ্ঞ ও ইউজিসি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এ প্রতিবেদককে এ কথা বলেন।

তিনি বলেন, সড়ক পরিবহনের এখনকার অবস্থা তো বহু বছরের বিশৃঙ্খলা, জঞ্জাল, নৈরাজ্য। একদিনে, এক সপ্তাহে কিংবা এক বছরেও এই সমস্যার সমাধান হবে এমনটি আশা করা তো বাস্তব নয়। এ ব্যাপারে দূর্নীতির কোন প্রশ্রয় দেওয়া চলবে না তাহলেই সব ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ, দূর্নীতিটাই হলো গোড়ার সমস্যা। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, ভাঙ্গাচুরা সড়কগুলো মেরামত করতে হবে। বেআইনিভাবে কোন গাড়ি রাস্তায় যেন না চলে তা নিশ্চিত করতে হবে। রাস্তায় শুধু গাড়ি থাকলেই হবে না, সেগুলো যেন সঠিকভাবে পরিচালিত হয় সেদিকে লক্ষ রাখতে হবে। অনিয়ম, নৈরাজ্য বিশৃঙ্খলা এসব কমাতে হবে।
পরিবহনের জন্য যেসব প্রতিবেদন আছে এবং দীর্ঘ মেয়াদি বা মধ্য মেয়াদি সুপারিশ আছে সেগুলো সরকারকে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। স্বল্প মেয়াদি হলো, ব্যবস্থাপনার যে সকল সুপারিশ সেগুলো মেনে চলা। সুতরাং এটা উপলব্ধি করতে হবে এবং সরকারের যে বিভাগ গুলো আছে তাদেরকে এ ব্যাপারে তৎপর থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়