শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৫:১৩ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিএলে জয়ে ফিরল মাহমুদউল্লাহর সেন্ট কিটস

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পঞ্চম ম্যাচে জয়ে ফিরল মাহমুদউল্লাহ রিয়াদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারিয়েছে কার্লোস ব্রাথওয়েটরা।

ত্রিনিদাদের পোর্ট অফ স্পেইনের কুইন্স পার্ক ওভালে টসে হেরে ব্যাট করতে নাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে নিল ক্রিস গেইলের নেতৃত্বাধীন সেন্ট কিটস। দলকে শুরু টা দারুণ করে দেন অধিনায়ক গেইল। ৩০ বলে ৩৫ রান করেন তিনি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৫৯ রান করেন ডেভন থমাস। বাংলাদেশি তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ১০ বলে ১৬ রান করে সুনীল নারাইনের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান।আর শেষের দিকে ব্যাট করতে নেমে ৫ ছক্কায় মাত্র ১৫ বলে ৪১ রান করেন কার্লোস ব্রাথওয়েট।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে ত্রিনবাগো নাইট রাইডার্স। দলের হয়ে কলিন মুনরোভ ৩৫, ড্যারন ব্রাভো ৪১ এবং শেষ দিকে কুপার ২২ বলে ৪২ রান করেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ২০৩/৭ (২০ ওভার)
ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৬১/৮ (২০ ওভার)
ফলাফলঃ সেন্ট কিটস ৪২ রানে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়