শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৭:৪৫ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেলেই ২২ অগাস্ট কোরবানির ঈদ

ডেস্ক রিপোর্ট : আগামীকাল রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। যেহেতু চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিনক্ষণ নির্ধারণ হয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ২২ অগাস্ট।

সে লক্ষ্যে আগামীকাল রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই কমিটি থেকে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।

ধর্মমন্ত্রী মতিউর রহমান ওই সভায় সভাপতিত্বে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আর রোববার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, ঈদ উদযাপিত হবে ২৩ আগস্ট।

সরকার এবছর ২২ আগস্ট কুরবানির ঈদ ধরে ২১, ২২ ও ২৩ আগস্ট কুরবানি ঈদের ছুটি নির্ধারণ করেছে। তবে ঈদ ২৩ অগাস্ট হলেও ছুটি বাড়বে না, কারণ ২৪ ও ২৫ অগাস্ট শুক্র-শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। তবে ঈদ যেদিনই হোক না কেন ২১ থেকে ২৫ অগাস্ট টানা পাঁচ দিনের ছুটি ভোগ করেবেন সরকারি চাকরিজীবীরা।

বাংলাদেশের আকাশে রোববার কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়