শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্য কোম্পানীর সঙ্গে যুক্ত হচ্ছেন জাবালে নূরের বাস মালিকরা

সুশান্ত সাহা : দুই শিক্ষার্থী নিহতের পর রুট পারমিট বাতিল হওয়া জাবালে নুর পরিবহন মালিকরা বিভিন্ন কোম্পানীর সঙ্গে যুক্ত হচ্ছেন। ইতিমধ্যে রং ও নাম বদল করে সড়কে নামানো হয়েছে বেশকিছু বাস।

শনিবার সরেজমিনে রাজধানীর মিরপুর এলাকায় গিয়ে দেখা যায়, জাবালে নুর পরিবহনের একটি বাসে রং উঠানোর কাজ চলছে এবং সামনে নিউ ভিশনের স্টিকার লাগানো হয়েছে। বাসটির রেজি: নম্বর ঢাকা মেট্রো ব-১১৭৩৭৪। বাসটির পেছনের অংশে ঘষামাজার কাজ করলেও আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সামনের অংশে নিউ ভিশনের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আরো কয়েকটি কোম্পানীর ব্যানারে জাবালে নুরের বাসগুলো চালানোর প্রস্তুতি কাজ চলছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক বলেন, তিনি প্রায় সাড়ে ৩ বছর ধরে জাবালে নূর পরিবহণের সঙ্গে যুক্ত আছেন। সম্প্রতি একটি বড় দূর্ঘটনার পর প্রতিষ্ঠানটির বাসগুলো সড়কে আর চলতে পারছে না। এজন্য বিকল্প হিসেবে অন্য কোম্পানীর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষিতে এক বাসের চাপায় মিম ও রাজিব নামের দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও ১০-১৫ শিক্ষার্থী। ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এই দুর্ঘটনার দিন থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে কলেজটির শিক্ষার্থীরা। এরপর ৯ দফা দাবিতে টানা নয়দিন রাজপথে আন্দোলনে ছিল দেশের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। এ ঘটনায় ১ আগস্ট জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়