শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে গোল-অভিষেকে জিতল ইনিয়েস্তার দল

স্পোর্টস ডেস্ক : হৃদয়ের বার্সেলোনা ছেড়ে আন্দ্রেস ইনিয়েস্তা জাপানি ক্লাব ভিসেল কোবেতে যোগ দিয়েছেন। এটা পুরোনো খবর। জাপানি ক্লাবটির হয়ে ইনিয়েস্তার অভিষেক হওয়ার খরবটাও পুরোনো। নতুন খবর হলো, জাপানি ক্লাবটির হয়ে নিজের প্রথম গোলটিও করে ফেললেন স্পেনের বর্ষিয়ান মিডফিল্ডার। আজ শনিবার ভিসেল কোবের হয়ে নিজের তৃতীয় ম্যাচটি খেলতে নেমেছিলেন ইনিয়েস্তা। জুবিলো ইয়াতার বিপক্ষে জে লিগের এই ম্যাচটাতেই তিনি পেয়ে গেলেন প্রথম গোলের দেখা।
তার গোলটিও ছিল দর্শনীয়। জার্মানির সাবেক ফরোয়ার্ড লুকাস পোডলস্কির পাসটি খুঁজে নেয় প্রতিপক্ষ জুবিলো ইয়াতার ডি-বক্সের ভেতরে দাঁড়ানো ইনিয়েস্তাকে। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার বল ধরে প্রথমেই বোকা বানান পেছনেই দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে। এরপর ইয়াতার গোল গোলরক্ষক নাওয়াকি হাত্তাকেও কাটিয়ে ঠা-া মাথায় দারুণ এক প্লেসিং শটে ইনিয়েস্তা বল জড়িয়ে দেন জালে।

জাপানে তার প্রথম গোলের আনন্দটা দ্বিগুণ হয়েছে ম্যাচ শেষে। কারণ, তার দল ভিসেল কোবে ম্যাচটাও জিতে নিয়েছে ২-১ গোলে। ইনিয়েস্তার জাদুকরী গোলেই প্রথম লিড পায় ভিসেল কোবে। এরপর ব্যবধান দ্বিগুণ করেন জাপানের কিয়োগো ফুরুহাশি। ২-০ গোলের জয়ের সুবাসই পাচ্ছিল ইনিয়েস্তার ভিসেল কোবে। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আগে জুবিলো ইয়াতার হয়ে একমাত্র গোলটা করেন কেনগো কাওয়ামাতা।

বয়স ৩৪। ইনিয়েস্তার পায়ে আগের সেই ধার আর নেই। কিন্তু একেবারেই ফুরিয়ে যাননি। চাইলে আরও কয়েকটি মৌসুম খেলতে পারতেন বার্সেলোনাতেই। কিন্তু নতুন চ্যালেঞ্জ নিয়ে ইনিয়েস্তা নাম লিখিয়েছেন ভিসেল কোবেতে। বিশ্বসেরা ইনিয়েস্তাকে আনতে বিশাল অঙ্কের টাকাই ঢালতে হয়েছে ভিসেল কোবেকে। তবে ভিসেল কোবের কর্তারা যে টাকাটা অপাত্রে ঢালেননি, সেটা প্রথম তিন ম্যাচেই প্রমাণ করে দিলেন ইনিয়েস্তা। বিশেষ করে আজ শনিবার নিজের প্রথম গোলটি মাধ্যমে ইনিয়েস্তা বুঝিয়ে দিয়েছেন, জাপান জয় করতেই এসেছেন তিনি।

গোলটি দেখার পর অনেকেরই অভিমত, জাপানের জে লিগে এই সপ্তাহের সেরা গোলটি করে ফেললেন ইনিয়েস্তা। কেউ কেউ অতি-উৎসাহী হয়ে এই রায়ও দিচ্ছেন, জে লিগে মৌসুমের বাকি সময়টাতেই এমন দর্শনীয় গোলের দেখা মিলবে কিনা সন্দেহ!

মোদ্দা কথা, নিজের অভিষেক-গোল দিয়েই জাপানির মন জয় করে ফেললেন ইনিয়েস্তা। বাকি সময় তো পরেই আছে। সামনের ম্যাচগুলোতে জাপানি সমর্থকেরা যে ইনিয়েস্তা-জাদু দেখার জন্য আরও বেশি মুখিয়ে থাকবে, সেটা সহজেই অনুমেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়