শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ১৮ আগস্ট পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ইমরান খান

কায়কোবাদ মিলন: ইমরান খানের দল পিটিআই শুক্রবার ঘোষণা দিয়েছে, পাকিস্তানের ২১ তম প্রধানমন্ত্রী হিসেবে তাদের দলনেতা ইমরান খান ১৮ আগষ্ট শপথ নিতে যাচ্ছেন। এর আগে ইমরান খানের শপথ গ্রহণের তারিখ নিয়ে নানা জল্পনা ছিল।

এদিকে পাক প্রেসিডেন্ট মামনুন হোসেন তার আয়ালর‌্যা- সফর বাতিল করেছেন। তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মূলকের পক্ষে তথ্য মন্ত্রী আলী জাফর বৃহস্পতিবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তাকে বিদেশ সফর বন্ধের অনুরোধ জানান। ইমরান খানের দলের পক্ষ থেকে নাইমুল হক অনুরূপ দাবি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। পিটিআই অবশ্য সিনেট চেয়ারম্যান সাদিক সানজারনিকে দিয়েও শপথ পরিচালনার বিকল্প পথ বাতলে দিয়েছিলেন। ইমরান খানের শপথে ভারতের তিন ক্রিকেটার আসছেন।

ইমরান খানের বানগালার বাসভবনে দলের শীর্ষ নেতাদের বৈঠকে আসাদ কাইসারকে পার্লামেন্টের স্পীকার, চৌধুরী সারওয়ারকে পাঞ্জাবের গভর্ণর এবং চেীধুরি পারভেজ এলাহী চৌধুরীকে পাঞ্জাবের স্পীকার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। ইমরান খানের দলের দাবি পার্লামেন্টে তাদের ১৮০টি আসন রয়েছে।

সোমবার শুরু হচ্ছে পাকিস্তানের পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন। ওই দিন সকল এমপিরা শপথ নেবেন। এদিকে ১৫ আগস্ট স্পীকার এবং পরের দিন ডেপুটি স্পীকার শপথ নেবেন। খাইবার পাখতুনিস্তানের সাবেক স্পীকার আসাদ কাইসারকে পার্লামেন্টের স্পীকার হিসেবে পিটিআই মনোনয়ন দিয়েছে। তবে তার নামটা অপ্রত্যাশিতভাবেই এসেছে। এর আগে মিডিয়ায় জোরেশোরে উচ্চারিত হয়েছে ড: আরিফ আলভী ও শাফকাত মেহমুদের নাম।

আসাদ কাইসার মূলত একজন শিক্ষাবিদ, পরবর্তীতে তিনি রাজনীতিতে যোগদান করেন। জামায়াতের সমমনা পাসবান দলের সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন।
পাঞ্জাবের গভর্ণর হিসেবে শপথ নিতে যাচ্ছেন চৌধুরী সারওয়ার। সত্তর দশকে তিনি স্কটল্যা-ে যান এবং সেখানে রাজনীতি ও ব্যবসা শুরু করেন। ১৯৯৭ সালে তিনি গ্লাসগো গোভান থেকে এমপি নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি পাকিস্তানে ফিরে আসেন এবং নওয়াজের মুসলিম লীগের মনোনয়নে পাঞ্জাবের গভর্ণর হন। পরবর্তীতে মুসলিম লীগের শীর্ষ নেতাদের সাথে তার মতান্তর হলে তিনি ইমরানের দলে যোগদান করেন। তিনি গত মার্চে পিটিআই’র মনোনয়নে সিনেট সদস্য নির্বাচিত হন।

এদিকে ইমরান খানের শপথে আমন্ত্রণ পেয়েছেন ক্রিকেটার কপিল দেব, সুনীল গাভাস্কার ও নবোজ্জাত সিঁধু । এনডিটিভিকে কপিল জানান, তিনি এখনো দাওয়াত পাননি। সরকারের অনুমতি পেলে তিনি ইমরানের শপথে যাবেন। সুনীল গাভাস্কার কোন মন্তব্য করেননি। প্রাথমিক তালিকায় অভিনেতা আমীর খানের নামও ছিল।
এদিকে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া ইসলামাবাদে শনিবার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সই সম্বলিত একটি ক্রিকেট ব্যাট উপহার দেন। - ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়