শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০২:৫৫ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ দিনে পৌনে ২ লাখ মামলা, জরিমানা আদায় সাড়ে ৪ কোটি

সুজন কৈরী : চলমান ট্রাফিক সপ্তাহের সাতদিনে সারাদেশে মোট এক লাখ ৭৬ হাজার ৫৯৪টি মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ২২৩ টাকা। ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে এসব মামলা দেয়া হয়েছে।

গত ৫ আগস্ট ‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন; ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ স্লোগান নিয়ে ট্রাফিক সপ্তাহ শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাফিক সপ্তাহ গতকাল পর্যন্ত চলার কথা থাকলেও তা আরো তিনদিন বাড়ানো হয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সারাদেশে রিজার্ভ ফোর্স থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, ট্রাফিক আইন অমান্য ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সরকারি-বেসরকারি সবধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, ট্রাফিক সপ্তাহের ৭ দিনের অভিযানে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায় মোট এক লাখ ২৯ হাজার ৮৭১টি যানবাহন ও লাইসেন্স না থাকায় ৪৬ হাজার ৭২৩ জন চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ সময় ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ২২৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৩ হাজার ৭৭৭টি যানবাহন জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়