শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০২:৫২ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ জন নেতাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে জামায়াত

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঝালকাঠি জেলা শাখা জামায়াতের ৯ জন নেতাকে গত ১০ আগস্ট পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। বিনা কারণেই সরকার তাদের গ্রেফতার করেছে। নির্বাচিত জনপ্রতিনিধিও সরকারের জুলুম-নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। তাদের গ্রেফতার করার মধ্যদিয়ে সরকারের স্বৈরাচারী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে। সরকারের এহেন জুলুম-নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশবাসীরর প্রতি আহ্বান জানান।

তিনি রাজনৈতিক হয়রানী বন্ধ করে ঝালকাঠি ও মিঠাপুকুরে গ্রেফতারকৃত ৯জন নেতাসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

গ্রেফতারকৃতরা হলেন--জামায়াতের ঝালকাঠি জেলা শাখা সাংগঠনিক সেক্রেটারী অ্যাভোকেট নাসির উদ্দিন, সাবেক জেলা সেক্রেটারী অ্যাড. বিএম আমিনুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর শাহ জামাল, সেক্রেটারী মাওলানা মনিরুজ্জামান ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আঃ বাসেত মারজানসহ ৯ জন। তাদেরকে গত ১০ আগস্ট পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়