শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে সৈন্য ও হেলিকাপ্টার সরিয়ে নিতে বলল মালদ্বীপ

লিহান লিমা: ভারতকে সামরিক হেলিকাপ্টার এবং সৈন্য সরিয়ে নিতে বলেছে মালদ্বীপ। জুনে দুই দেশের মধ্যকার চুক্তি শেষ হওয়ার পর দেশটির চীন সমর্থিত প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেন সরকার ভারতকে এই আহ্বান জানায়।

ভারতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ রয়টার্সকে বলেন, ‘ভারতের দেয়া দুটো সামরিক হেলিকপ্টার অতীতে চিকিৎসা সহায়তায় ব্যবহার করা হয়েছে, কিন্তু মালদ্বীপ এখন নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার এর আর প্রয়োজন নেই।’ তিনি আরো জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতি মাসে যৌথ মহড়া চালাচ্ছে ভারত এবং মালদ্বীপ। হেলিকাপ্টার দুটোর সাথে ভারত মালদ্বীপে ৫০ জন সেনাও মোতায়েন করেছে। এদের মধ্যে পাইলট ও রক্ষণাবেক্ষণ ক্রুরা। ভিসার মেয়ার শেষ হওয়ার পরও তাদের সরিয়ে নেয়নি দিল্লী।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র বুধবার বলেন, ‘দুইটি হেলিকাপ্টার এবং সৈন্যরা সহ আমরা এখনো সেখানে আছি। পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি দেখছে।’ তবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মালদ্বীপে প্রভাব বিস্তারে ঠান্ডা লড়াইয়ে মগ্ন চীন এবং ভারত।  বেইজিং ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটিতে সড়ক, ব্রিজ, বড় একটি বিমানবন্দর নির্মাণের কাজ করছে। অন্যদিকে ভারত দশকব্যাপী দেশটির সামরিক ও বেসামরিক খাতে প্রধান সহায়তাকারী হিসেবে ভূমিকা রেখে আসছে।

ভারত দেশটিতে আটককৃত বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানিয়ে আসছে। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল গাইয়ুম এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সরকারবিরোধীরা দিল্লীকে দেশটির ওপর সামরিক হস্তক্ষেপের আহবান জানায়, যা মালদ্বীপ সরকারের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। এই উত্তেজনার প্রভাব পড়ে দুই দেশের অর্থনৈতিক নিরাপত্তা সহায়তা এবং জরিপ পরিচালনার ওপর।

গাইয়ুমের দীর্ঘ শাসনামলে তার ঘনিষ্ঠ সমর্থক ছিল ভারত। ১৯৮৮ সালে গাইয়ুম সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হলে তাকে রক্ষার জন্য দেশটি সেনা পাঠিয়েছিল।

২০১১ সালে চীন মালদ্বীপে দূতাবাস খোলার পরই দেশটির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায় বেইজিংয়ের। চীনের বেল্ট এন্ড রোড প্রকল্পের অংশীদার দেশটি। ভারতের সঙ্গে ৫১১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করে মালদ্বীপ সরকার। সাবেক নৌ-বাহিনী কর্মকর্তা এবং রাজনৈতিক বিশেষজ্ঞ অভিজিত সিং বলেন, ‘ইয়ামেন চীনকে মালদ্বীপের অবকাঠামোগত খাতে উন্নয়নের আহ্বান জানিয়েছেন। এই হেলিকাপ্টারগুলো তার সমস্যা করছে এমন নয়। ইয়ামেন চাইছেন না হেলিকাপ্টার এবং সৈন্যরা সেখানে থাকুক।’ এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়