শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০১:০৫ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার দুপুরে যাত্রা করবে সূর্য ছোঁয়ার মিশন

লিহান লিমা: সূর্যের কাছাকাছি স্যাটেলাইট পাঠানোর অভিযান স্থগিত করেছে নাসা। শনিবার ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে ‘পার্কার সোলার প্রোব’ এর সূর্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মিনিটের পর্যবেক্ষণে উৎক্ষেপণের সময় ২৪ ঘণ্টা পেছানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্ষণগণনার একেবারে শেষ মুহুর্তে উৎক্ষেপণ স্থগিত করার নির্দেশ দেন বিশেষজ্ঞরা। নতুন সময় অনুযায়ী পার্কারকে নিয়ে ‘ডেলটা ফোর হেভি রকেট’ রোববার দুপুরে যাত্রা করতে যাচ্ছে।

পার্কার মিশনটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র সবচেয়ে দুঃসাহসী অভিযানগুলোর একটি। আজ পর্যন্ত আর কোনো মিশনে কোনো অনুসন্ধানী মহাকাশযানকে সূর্যের এত কাছে পাঠানো হয়নি। এটি সূর্য থেকে ৬.১২ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। এবং সূর্যের সবচেয়ে বাইরের বায়ুম-ল বা ‘করোনা’র ভেতর ঢুকে তথ্য পাঠাবে। এর আগে ১৯৭৬ সালে ‘হিলোয়োস-২’ সূর্যের ৪৩ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করেছিলো। পার্কারের গতি ঘণ্টায় ৪ লাখ ৩০ হাজার মাইল। প্রদক্ষিণের সময় পার্কারকে প্রায় ১৩শ’ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে। তবে প্রোবের ভেতরের তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এতে রয়েছে সাড়ে চার ইঞ্চির তাপ নিরোধক কার্বন মিশ্রিত আবরণ।

পৃথিবীর বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পার্কার সোলার প্রোব শুক্রগ্রহে পৌঁছবে অক্টোবরে। ২০২০ সালের আগস্টের মাঝামাঝি সময়ে সূর্যের গন্ডির মধ্যে পৌঁছাবে। করোনায় ঢুকে পড়বে ২০২২ সালের মাঝামাঝি। এরপর টানা ৭ বছর ধরে বিভিন্ন কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করবে নাসার এই মহাকাশযান। বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়