শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পেসারদের এখনো অনেক উন্নতি করতে হবে: রাব্বি

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস বলেছেন, বাংলাদেশের টেস্টের জন্য কিছু দ্রুতগতির লম্বা বোলার খুঁজে বের করতে হবে। আজ শনিবার মিরপুরে কামরুল ইসলাম রাব্বিও স্বীকার করলেন, বাংলাদেশের পেসারদের এখনো অনেক উন্নতি করতে হবে। তবে সেজন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প দেখছেন না রাব্বি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে খুব একটা ভালো করতে পারেননি বাংলাদেশের পেসাররা। এক আবু জায়েদ রাহী ছাড়া বাকিদের সেভাবে খুঁজে পাওয়া যায়নি। রাব্বিও টেস্টে সুযোগ পেয়েছিলেন, তবে সেভাবে চেনাতে পারেননি নিজেকে। তবে সেজন্য গতি নয়, সুইং বোলিংয়ের বিকল্প দেখছেন না এই পেসার, ‘আমার মনে হয় আরও বেশি পরিশ্রম করতে হবে। আমাদের আরও বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হবে। আমরা জাতীয় লিগের খেলা গুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেলি, উইকেট ভিন্ন থাকেৃযা আমাদের অনেক সাহায্য করছে। আমরা যেই গতিতে বল করি, এই গতিতে যদি আমরা ভালো সুইং করাতে পারি তাহলে আমরা ভালো করতে পারব। আপনি দেখবেন ভুবনেশ্বর কুমার ও ভারতের বোলাররা ভালো সুইং করাতে পারে। আমরা গতির দিকে নজর না দিয়ে যদি যদি সুইংয়ে নজর দেই তাহলে উন্নতি করতে পারব। আমাদের গতি ১৩০-৩৫ এর মধ্যে, এর সাথে সুইং যোগ করলেই ভালো করা সম্ভব। ’

রাব্বি অবশ্য সেজন্য বোর্ডের দায় দেখছেন না। বললেন, গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে পেসাররা সাহায্য পাচ্ছেন উইকেট থেকে, ‘নির্ভরতা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা পেসার আছি তাদের উপর আত্মবিশ্বাসটা থাকতে হবে। ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। আমাদের সেই অনূর্ধ্ব-১৯ থেকেই দেখে আসছে। আমাদের পেছনে বোর্ডের এত ইনভেস্টমেন্ট, আমাদেরও ভালো কিছু দেখানো উচিত। আমরা ‘এ’ দল, হাই পারফরম্যান্স, জাতীয় দলের হয়ে খেলছি, সফর করছি। আমাদেরও নিজেদের দিক থেকে কিছু দায়িত্ববোধ থাকতে হবে। আর নিজের জন্যও কিছু করা উচিত, যখন খেলা শেষ করব তখন তো বলতে পারব যে আমি কিছু একটা করেছি। আমার মনে হয় কঠোর পরিশ্রমটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন মাশরাফি ভাই আজও ভালো করছেন, তাকে দেখে আমাদের শেখা উচিত। বুঝা উচিত, আমরা চাইলেই পারি। কারণ আমাদের দেশের একজন যদি করে দেখাতে পারে তাহলে আমরা বাকিরা কেন পারব না।’

মাশরাফি-রুবেলরা যেভাবে ওয়ানডে, টি-টোয়েন্টিতে ভালো করেছেন, সেটা থেকেই প্রেরণা নিতে চান রাব্বি, ‘আমাদের ওয়েস্ট ইন্ডিজ নিয়ে চিন্তা না করে আমাদের শক্তি নিয়ে চিন্তা করা উচিত। আপনি দেখবেন ওয়ানডে, টি-টোয়েন্টিতে ওদের লম্বা বোলারদের কিন্তু পাত্তা দেইনি। আমরা ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ জিতেছি, কেউ বলেনি যে আমাদের বোলার থেকে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা খুব লম্বা বা ওরা অনেক ভালো। তখন কিন্তু কোচও এই কথা বলেননি। আমাদের মাশরাফি ভাই, রুবেলরাই কিন্তু সেখানে ভালো করেছে। আমাদেরও ভালো করা সম্ভব, শুধু আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়