শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লর্ডসে এমসিসির প্রশংসা কুড়লেন অর্জুন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মক্কায় (লর্ডস) ভারতীয়দের ব্যাটিং একরাশ লজ্জা এনে দিয়েছে দেশবাসীকে। কিন্তু লর্ডসে এমসিসি-র প্রশংসা কুড়লেন ১৮ বছরের শচীন পুত্র। বৃষ্টিবিঘিœত লর্ডসে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু আগে গ্রাউন্ড স্টাফদের সাহায্যের হাত বাড়িয়ে দেন অর্জুন টেন্ডুলকার।

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন সম্প্রতি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন। গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইয়ুথ টেস্ট সিরিজে দু’টি চারদিনের ম্যাচেও খেলেছেন। তার পর লর্ডসে ভারতীয়দের নেটে বোলিং করে মিডিয়ার নজর করেছেন ১৮ বছরের বাঁ-হাতি পেসার। কিন্তু শুক্রবার ক্রিকেট মক্কায় অন্য কারণে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করলেন। বৃষ্টিবিঘিœত লর্ডসে বিরাট-রুটদের লড়াই শুরুর আগে গ্রাউন্ড স্টাফদের সাহায্য করতে এগিয়ে যান।

সম্প্রতি লন্ডন এমসিসি-র ইয়ং ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং করছেন অর্জুন। তার ফাঁকে লর্ডসের মাঠ কর্মীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে এমসিসি-র প্রশংসা আদায় করে নেন জুনিয়র টেন্ডুলকার। লর্ডসের মাঠে অর্জুনের ছবি পোস্ট করে টুইটারে লর্ডস ক্রিকেট মাঠের ম্যানেজমেন্টের পক্ষে লেখা হয়েছে, শুধু এমসিসি ইয়ং ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং নয়, গ্রাউন্ড স্টাফদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অর্জুন।

দিনের চারেক আগে লর্ডসে টিম ইন্ডিয়ার নেট প্র্যাকটিসে বোলিং করতে দেখা গিয়েছিল সচিন পুত্রকে। এজবাস্টনে বাঁ-হাতি ইংরেজ পেসার স্যাম কুরানের বোলিংরে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। ব্যক্তিক্রম ছিলেন শুধু ক্যাপ্টেন কোহলি। ভারতের প্রথম ইনিংসে ৭৪ রান দিয়ে চাচ উইকেট তুলে নিয়েছিলেন কুরান। লর্ডসে দ্বিতীয় টেস্টে এই বাঁ-হাতি পেসারের মোকাবিলা করার জন্য নেটে অর্জুনের বাঁ-হাতি পেস বোলিং খেলেন বিরাটরা। নেটে মুরলী বিজয় ও বিরাট কোহলিকে বোলিং করেন অর্জুন।
বৃষ্টিতে লর্ডস টেস্টের প্রথম দিন মাটে বল গড়ায়নি। কিন্তু দ্বিতীয় দিন খেলা শুরু হলে মুখ থুবরে পরে ভারতীয় ব্যাটিং। এবার অবশ্য কুরানের বাঁ-হাতি সুইং নয়, জেমস অ্যান্ডরসনের বিষাক্ত সুইংয়ে কুপোকাত হয় ভারতীয় ব্যাটিং। মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। মাত্র ১৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন অ্যান্ডারসন। ভারতীয় ইনিংসের সর্বোচ্চ ২৯ রান আসে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে। না-হলে একশোর গণ্টি টপকাতে পারত না ভারত। ২৩ রান করে ক্রিস ওয়াকসের শিকার হন ক্যাপ্টেন কোহলি। ভারতের ছ’ ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছতে পারেনি। -কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়