শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গোস্যা নিবারণী পার্ক’ হচ্ছে

সুজিৎ নন্দী: ঢাকা সিটি দক্ষিণ সিটি করপোরেশন তৈরি করতে যাচ্ছে ‘গোস্যা নিবারণী পার্ক’। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামী বছর জুন মাস থেকে নগর ভবনের সামনে ওসমানী উদ্যানের অর্ধেক জুড়ে এটি নির্মিত হচ্ছে।

মেয়র সাঈদ খোকন বলেন, প্রকল্প বাস্তবায়ণ হলে ঢাকাকে নতুন ভাবে দেখবে। যাদের মন খারাপ হবে তারা চলে আসবেন। মন ভালো হয়ে যাবে। আগামী বছর জুনের মধ্যে নগর ভবনের সামনের পার্কটি উদ্বোধন হবে এবং সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। শিশুরা মাঠে খেলবে। ঢাকার চিত্র হবে সম্পূর্ণ অন্যরকম।

জানা যায়, ‘জল সবুজের ঢাকা’ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন হচ্ছে। গোস্যা নিবারণী পার্কের সবচেয়ে বড় আকর্ষণ থাকবে গাছ। বিভিন্ন দেশ থেকে এগাছগুলো আনা হবে। ‘জল সবুজের ঢাকা’ প্রকল্পের আওতার এ প্রকল্পের মধ্যে ১৮টি পার্ক ও ১২টি খেলার মাঠ থাকবে। প্রকল্প সূত্রে জানা যায়, ওসমানী উদ্যানে আগের মতো ভবঘুরে, ভিক্ষুক, মাদকসেবী-ব্যবসায়ীদের বিচরণ থাকবে না। খোলা হাওয়ায় দম নেওয়ার জায়গায় থাকবে। তবে এ ব্যাপারে ‘জল সবুজের ঢাকা’ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেগা প্রজেক্টের পিডি প্রকৌশলী আসাদুজ্জামান জানান, প্রকল্প শুরু হয়েছে মাত্র। এখনো মন্তব্য করার সময় হয়নি।

সম্পতি বিভাগ সূত্র জানান, ঢাকার মধ্যে ছোট বড় মিলিয়ে তাদের ৫৪টি উদ্যান আছে। খোঁজ নিতে গিয়ে দেখা গেছে, ৫৪টির মধ্যে কয়েকটি আছে শুধু ডিসিসির তালিকাতেই, বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বেশ কিছু উদ্যান উদ্ধারে দুই করপোরেশন সম্পত্তি বিভাগ তৎপর হয়েছে।

জানা যায়, পরিবেশবাদীদের চাপে এক সময় ওসমানী উদ্যান নিয়ে সিটি করপোরেশনের টনক নড়ে। ২২ দশমিক ১০ একর আয়তনের উদ্যানটির উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ প্রথম শুরু হয় ২০০৫ সালের ১৮ আগস্ট। গত বছরের অক্টোবর থেকে এর কাজ শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়