শিরোনাম
◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৮, ০৯:৫৮ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৮, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিএলে হ্যাট্রিকের পর সেঞ্চুরি করে ইতিহাস রাসেলের

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে ইতিহাস গড়েছেন উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টিতে একই ম্যাচে বল হাতে হ্যাট্রিকের পর ব্যাট হাতে নেমে ঝড়ো শতক অর্জনের কীর্তি গড়েছেন। আজ ভোরে সিপিএলের তৃতীয় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে জ্যামাইকা তাল্লাহওয়ার হয়ে এই রেকর্ড গড়েছেন। ম্যাচে জ্যামাইকা নাটকীয়ভাবে ৪ উইকেটে জয় পায়।

আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরণের কীর্তি এখনো কেউ গড়তে পারেননি। রাসেলের আগে এই কীর্তি গড়েছেন শুধু জো ডেনলি। ইংল্যান্ডের এই অলরাউন্ডার ভিটালিটি ব্লাস্টের ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন। তবে আন্দ্রে রাসেল এই রেকর্ড গড়েছেন অধিনায়ক হিসেবে অভিষেকের দিনেই। শুধু তাই নয়, এই ম্যাচে সিপিএলের ইতিহাসে দ্রুততম শতকের মালিকও এখন তিনি।

২২৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ৪১ রানেই ৫ উইকেট যখন শেষ জ্যামাইকার তখন ক্রিজে আসেন রাসেল। এরপর শুরু হয় ঝড়! যা আগে কেউ ভাবেনি তাই করে দেখালেন তিনি। দলের ঐ অবস্থায় কেনার লুইসকে সঙ্গে নিয়ে ১৬১ রানের জুটি গড়েন। মাত্র ৬৯ বল খেলে এই জুটি দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। তবে ২০ রান দূরে থাকতে লুইস ফিরে গেলেও রাসেল জয় নিশ্চিত করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ততক্ষণে খেলেছেন ৪৯টি বল, রান করেছেন ১২১। ওভার বাউন্ডারি ছিল ১৩টি, এবং ৬টি বাউন্ডারি।

এর আগে ত্রিনবাগোর ইনিংসে শেষ ওভারে বোলিং প্রান্তে দেখা যায় রাসেলকে। ঐ ওভারের দ্বিতীয় বলে ম্যাককালাম, তৃতীয় বলে ব্রাভো এবং চতুর্থ বলে রামদিনকে ফিরিয়েছিলেন। সিপিএলের ইতিহাসে দ্বিতীয় হ্যাট্রিক গড়ার পরই ব্যাটে নেমে অতিমানবীয় ইনিংসে গড়েন রেকর্ড। জো ডেনলির পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে রেকর্ডটি গড়েছেন রাসেল। এটাও সম্ভব হয়েছে আলি খানের কারণে। যিনি শূণ্য রানে রাসেলের ক্যাচ ফেলেছিলেন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়