শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৮, ০৯:৪৬ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৮, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম তৈরীতে নারায়ণগঞ্জের কর্মকারদের ব্যস্ততাবৃদ্ধি

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জঃ আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে চাহিদা বাড়ছে পশু জবাই ও মাংস কাটার সরঞ্জামের। এ চাহিদা পূরণে ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জের কামার দোকানীদের। সদর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার উপজেলার পাড়া মহল্লাতেও দেখা মিলছে এ ব্যস্ততার। সরেজমিন বাজারে দেখা যায়, বটি, দা, ছুঁরি ও চাকুসহ বিভিন্ন সরঞ্জাম তৈরী করছেন এখানকার কামাররা।

সিদ্ধিরগঞ্জ বার্মষ্ট্যান্ড এলাকার কর্মকার হারাধন বলেন,ঈদ আসলে আমাদের ব্যবসা ভারো হয়। বিভিন্ন মহল্লা থেকে চাপাটি,চাকু,বটি সান দিতে নিয়ে আসে লোক জন। অনেকে নতুন চাপাটি ক্রয় করে। সদরের কর্মকার যুগলচন্দ্রের বলেন,বছরের অন্য সময়ের তুলনায় কোরবানিতে বিক্রি বেড়ে যায়। ঋণ সহযোগিতা পেলে এ ব্যবসার পরিধি আরো বৃদ্ধি পেত বলে জানান তিনি।

ফতুল্লা বড়মাঠ এলাকার দীপ কর্মকার বলেন, সারা বছরের মধ্যে কোরবানি ঈদেই আমাদের বেশি ব্যস্ত থাকতে হয়। কিন্তু বর্তমানে লোহা ও কয়লার দাম বেশি। তাই তৈরীকৃত সরঞ্জাম বিক্রি বেশী হলেও লাভ কম হয়। আমরা বছরজুড়ে এ সময়ের অপেক্ষায় থাকি। একই কথা জানান এ বাজারের কামার গজেন কর্মকারও। তিনি বলেন, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত আছি। অন্য সময় তেমন কাজের চাপ থাকে না। কিন্তু কোরবানিতে ক্রেতার চাহিদা অনুযায়ী জিনিসপত্র তৈরী করাই কঠিন হয়ে দাঁড়ায়।

কথা হলে বেশ কয়েকজন ক্রেতা জানান, কামারদের কাছ থেকে তারা বছরজুড়ে সাংসারিক ও কৃষিকাজে ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জাম কিনে থাকেন। তবে কোরবানির সময় পশু জবাই ও মাংস কাটার সরঞ্জামের চাহিদা বেশি থাকে। এ সময় প্রচুর চাহিদার কারণে পছন্দমত সরঞ্জাম পেতে বেশ অপেক্ষা করতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়