শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে আর সামরিক প্রশিক্ষণ দেবে না যুক্তরাষ্ট্র

সাইদুর রহমান : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি (আইএমইটি) থেকে পাকিস্তানের কর্মকর্তাদের জন্য আগামী শিক্ষা বছরের জন্য বরাদ্দ বাতিল করে দেয়া হয়েছে। এখন এ আসনগুলো হয় ফাঁকা থাকবে কিংবা অন্য দেশ থেকে পূরণ করার চেষ্টা করা হবে। পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, ওয়াশিংটনের ইউএস ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে (এনডিইউ) পাক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে না। অথচ গত এক দশকেরও বেশি সময় ধরে সেখানে তাদের কর্মকর্তাদের জন্য আসন বরাদ্দ ছিল।

তবে পাকিস্তান বলছে, এক্ষেত্রে তারা চীন-রাশিয়ার দিকে আরো বেশি ঝুঁকবে। আগামী শিক্ষা বছরে ট্রাম্প প্রশাসন পাক সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বরাদ্দ দিতে অস্বীকার করেছে।
চলতি বছরের বিদায়ী পাকিস্তানি কর্মকর্তারা বলেন, তাদের জন্য রাখা আসনগুলো অন্য দেশ থেকে পূরণ করতে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয়া হয়েছে। পাকিস্তানের সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানের মধ্যে এনডিইউ একটি।

এছাড়া চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছিল, আফগানিস্তান ইস্যুতে মতপার্থক্যের জেরে তারা পাকিস্তানকে দেয়া সহায়তা স্থগিত করবে। কিন্তু তখন আভাস দেয়া হয়েছিল, পাকিস্তানের কর্মকর্তাদের জন্য সামরিক প্রশিক্ষণ চলবে। সূত্র : ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়