শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৮, ০৪:২৩ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৮, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের খামারিরা

কান্তা আইচ রায় : গবাদি পশু পালন করে লাভবান হচ্ছেন মানিকগঞ্জের অনেকেই। আর কোরবানির ঈদ সামনে রেখে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে নদী তীরবর্তী হওয়ায় চোর-ডাকাতের আতঙ্কে আছেন খামারিরা। ঈদ উপলক্ষে এসব এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলছে পুলিশ প্রশাসন ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ‘পরিষ্কার বেগম' পশু পালনের অনন্য উদাহরণ তৈরি করছেন । শুধু খড় ভুষি নয়,পশুটিকে খাওয়ানো হচ্ছে আপেল-কমলাও। যা অবাক করে দিয়েছে স্থানীয়দের।

খামারি পরিষ্কার বেগম বলেন, ছোলা, ছিঁড়া, সর্বি কলা, আপেল কমলা, মালটা স্যালাইন ও ভুসি খাওয়াই। আমি যে জিনিসগুলো আমি খাই না, সেগুলো তাকে খাওয়ানো হয়।

ঈদ উপলক্ষে জেলার চরাঞ্চলের অনেকেই গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আর প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারাও খামারীদের দিচ্ছেন নানা পরামর্শ।

মানিকগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদুল আলম বলেন, স্টেরয়েড খাওয়ানোর পর গরুগুলো অসুস্থ হয়ে যায়। সেইগুলো হাটে না। চঞ্চলতাা কমে যায়। কি খাবার খেলে গরু সুস্থ থাকবে, স্বাস্থ্যবান হবে সেই ব্যাপারে তাদের সহযোগিতা দিচ্ছি।

দৌলতপুর, ঘিওর হরিরামপুরের চরাঞ্চলগুলোতেও কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু হৃষ্টপুষ্ট করা হচ্ছে। তবে নদীবেষ্টিত হওয়ায় চোর ডাকাতের আতঙ্কে আছেন খামারিরা।

কয়েকজন খামারি জানান, ভারতের গরু না আসলে আশা করি ভাল লাভবান হতে পারব।

তবে খামারিদের নিরাপত্তা বাড়াতে এরই মধ্যে টহল বাড়ানো হয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ঈদকে সামনে রেখে যারা গরু লালন-পালন করতেছে, তাদের গবাধিপশুকে নিরাপত্তা দিতে আমরা টহল টিম গঠন করা হয়েছে। তারা সেই অনুযায়ী কাজ করবে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের প্রায় ৬ হাজার খামারি ৭৫ হাজার গবাদি পশু লালন পালন করছেন। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়