শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৮, ০৩:১৬ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০১৮, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের শাস্তি দেয়া অনুচিত’

মাহবুবুল ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের সরকার নানাভাবে শাস্তি দিচ্ছে, এটা ঠিক নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলররা সরকারের কাছে সাধারণ ক্ষমা ঘোষণা করে একটি পরিসমাপ্তি ঘটানোর আবেদন জানিয়েছে। কিন্তু সরকার থেকে বলা হচ্ছে, যারা অপরাধ করেছে তাদের কোনো ক্ষমা নাই। সরকারের এই ভূমিকা অনুচিত। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা নিয়ে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের হত্যার বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়েছে। আন্দোলনের চাপে সরকার কতগুলো আইন পরিবর্তন করেছে। এই আইনের দ্বারা কিছুই হবে না, যা ছিল তাই থাকবে। চালকদেরকে শাস্তি দিয়ে এই সমস্যার কোনও সমাধান হবে না। সড়ক দুর্ঘটনার পিছনে আর্থসামাজিক দায়বদ্ধতা রয়েছে। আন্দোলন সংগ্রাম তো থাকবেই। দেশের মানুষ ও বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা থাকবেই, সরকারের দায়িত্ব তা সুষ্ঠু সমাধান করা। কিন্তু সরকার তা করছে না।

তিনি আরও বলেন, সরকার কোনো সমস্যারই সুষ্ঠু সমাধান করছে না। যেমন নিরাপদ সড়ক আন্দোলনের মতোই ইতিপূর্বে ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেছে, এটা সরকার অন্যায় করেছে। এমনকী এই ইস্যুতে আন্দোলনকারীদের উপর নির্যাতন করেছে। এরপর, কোটা সংস্কার আন্দোলন একটি যুক্তিসঙ্গত আন্দোলন। সরকার এটার সমাধান না করে নির্যাতনের পথ বেছে নিয়েছে। সরকারের উচিত সকল সমস্যার জটিলতা মানুষকে বুঝানো এবং এর সমাধানের পথ বের করা। আন্দোলনের চাপে হঠাৎ করে একটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিল । কিন্তু এটাই সুষ্ঠু সমাধানের পথ নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়