শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৮, ০১:২২ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০১৮, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঁওতালি’ ভাষার ভার্সন চালু করলো উইকিপিডিয়া

আসিফুজ্জামান পৃথিল: এবার ‘সাঁওতালি’ ভার্সন চালু করলো তথ্যভান্ডার উইকিপিডিয়া। সাঁওতালি বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচলিত একটি উপভাষা। সাঁওতাল আদিবাসিরা এই প্রাচীন ভাষা ব্যবহার করে থাকেন। এই প্রথম উপমহাদেশের কোন উপভাষায় উইকিপিডিয়া চালু হলো।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের ইন্ডিয়া চ্যাপ্টারের জয়ন্ত নাথ এই বিষয়ে বলেন, ‘২৮ জুন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাষা কমিটি সাঁওতালি ভাষার অনুমোদন দেয় এবং ২ তারিখ থেকে এই ভাষার ওয়েবসাইট চালু হয়।’ নাথ আরো জানিয়েছেন বাংলাদেশ, ভারত এবং নেপালের কন্ট্রিবিউটররা এই পেজকে সম্ভব করে তুলেছেন। এতে বর্তমানে প্রায় ৭০ হাজার শব্দের কনটেন্ট রয়েছে।

ওল চাকি লিপিতে সাঁওতালি ভাষা লেখা হয়। প্রায় ৬৪ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। ভারতের ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ, উড়িশ্যা আমাম, বাংলাদেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী সহ উত্তরবঙ্গের বড় অংশ এবং নেপালের কিছু অংশে এই ভাষাভাষি লোকের নিবাস।

সাঁওতালি উইকিপিডিয়ার হোম পেজে ওল চাকি লিপীর জনক রঘুনাথ মুর্মুর উপর লেখা একটি প্রবন্ধ রাখা হয়েছে। এ বছরের মার্চ মাসে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে সাঁওতালি ভাষা ব্যবহৃত হয়। জেনেভায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভায় ভারতের লোকসভার সদস্য ৩৩ বছর বয়সী উমা সরেন এই ভাষায় ভাষন দেন। হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়