শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৮, ০৬:৪২ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০১৮, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ কারণে বিব্রতকর পরিস্থিতিতে সরকার

মহসীন কবির : ৬টি আলোচিত ঘটনায় সরকার বিব্রত। বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত স্বর্ণের হিসেবে গরমিল, বড় পুকুরিয়ায় প্রায় দেড় লাখ টন কয়লা ও সাড়ে তিন লাখ পাথর গায়েব, রোহিঙ্গাদের আশ্রয়, কোটা সংস্কার বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে শিশু কিশোর তরুণদের রাস্তায় নেমে আসা। এসব ঘটনায় দুদকের জিজ্ঞাসাবাদ, আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেয়া ও ভাংচুরের অভিযোগে মামলা ও গ্রেফতার চলছে।

কোটা সংস্কার আন্দোলন : এ বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য ধারাবাহিক আন্দোলন শুরু হয়। ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা পদ্ধতি না রাখার ঘোষণা দিয়ে়ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুদিন শান্ত থাকলেও প্রজ্ঞাপনের দাবিতে আবারও আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী অবশ্য সেদিন সিদ্ধান্ত নয়, তার অবস্থান জানিয়েছেন। এ কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদনের পরই সিদ্ধান্ত হবে। তবে প্রধানমন্ত্রীর অবস্থানের বাইরে যাওয়ার সুযোগ আছে, এমনটাও ভাবছে না আন্দোলনকারীরা। ফলে কোটা উঠে যাচ্ছে, ভেবে নিয়েছে সব পক্ষ। কোন নিয়ে এখনো অস্বস্তিতে আছে সরকার।

নিরাপদ সড়ক আন্দোলন : ২৯ জুলাই বিমানবন্দর সড়কের এমইএসে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পরদিন থেকে রাজপথে আন্দোলনে নামে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ‘নিরাপদ সড়ক চাই’ নাম পাওয়া এই ছাত্র আন্দোলনের যৌক্তিকতা সরকারসহ দেশের সব শ্রেণির মানুষের সমর্থন পায়। টানা ১০ দিন চলা এই আন্দোলনে সারা দেশ প্রায় অচল হয়ে পড়েছিল। মামলা ও গ্রেফতার করে ছাত্র-আন্দোলন দমন করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের সোনা রহস্য : বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা সোনা কীভাবে মিশ্র ধাতু হয়ে গেল সে রহস্যের এখনো কোনো সুরাহা হলো না। কীভাবে ২২ ক্যারেট সোনা ১৮ ক্যারেট হয়ে গেল তাও জানা গেল না। সোনা কেলেঙ্কারির ঘটনাটি গণমাধ্যমে আসার পর বাংলাদেশ ব্যাংক বিষয়টিকে ‘করণিক ভুল’ বলে চালিয়ে দিতে চাইলেও মেনে নেয়নি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে সোমবার (২৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দেন। ছয় সদস্যের এই কমিটিতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের চারজন জিএম (মহাব্যবস্থাপক) ও একজন ডিজিএম। এই কমিটিকে দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে এ ঘটনার পর সভা-সেমিনারে সরকারের ব্যাপক সমালোচনা করা হয়েছে। পাশাপাশি রিজার্ভ কেলেঙ্কারির সমাধান না হতেই আবার সোনা কেলেঙ্কারিতে বাংলাদেশ ব্যাংকের নাম জড়িয়ে পড়ায় অস্বস্তিতে পড়ে সরকার। ওইদিনই বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলনে দাবি করে ভল্টে রাখা সোনায় কোনো হেরফের হয়নি।

কয়লা গায়েব : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ১ লাখ ৪২ হাজার টনের বিপুল পরিমাণ কয়লা হঠাৎ গায়েব হয়ে গেছে। আর কয়লা সংকটে বন্ধ হয়ে পড়েছে বড়পুকুরিয়া কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র। এতে রংপুরের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংকটে দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষ। কিন্তু এত কয়লা কোথায় গায়েব হয়ে গিয়েছে সে সম্পর্কে কেউই কিছু জানেন না। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে খোয়া যাওয়া কয়লার ব্যাপারে পূর্ণ তদন্ত কার্যক্রমের নির্দেশ দিয়েছেন। এ জন্য পেট্রোবাংলাকেও মামলা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর কয়লা গায়েবের ঘটনায় দুর্নীতির প্রাথমিক সত্যতার আলামত মিলেছে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তারা। এমনকি কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট আরও চারজনকে দেশত্যাগ করতে না দেওয়ার অনুরোধ জানিয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠিও পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গুপ্তধনের খবর : হঠাৎই চাউর হয় গুপ্তধনের খবর। এক কান দুই কান করে এ খবর জেনে যায় দেশবাসী। অমূল্য এই সম্পদ উদ্ধারের জন্য মোতায়েন করা হয় পুলিশ। নেওয়া হয় কড়া নিরাপত্তা। মাটি খুঁড়ে গুপ্তধন উদ্ধারের চেষ্টাও চলে। কিন্তু কিছুই পাওয়া গেল না। এখন চলছে এ নিয়ে প্রযুক্তিগত গবেষণা। এদিকে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে সন্দেহ-সংশয়। অনেকে এটা নিয়ে হাস্যরসও করছেন। অনেকের মনে প্রশ্ন জেগেছে— এটা বাড়ি দখলের কোনো অপচেষ্টা কিনা। দুই সপ্তাহ আগে রাজধানীর মিরপুরে গুপ্তধনের গুঞ্জন ছড়িয়ে পড়ে একতলা বাড়ির মাটির নিচে লুকানো রয়েছে ‘গুপ্তধন’। সোনার অলঙ্কার ও দামি নানা জিনিসপত্র সেখানে রয়েছে। গুঞ্জনের পালে যখন হাওয়া লাগে তখনই পুলিশ মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৬ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়িটির সামনে পাহারা বসায়।

রোহিঙ্গাদের আশ্রয় : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর সদস্যদের সহিংসতার ঘটনায় বাংলাদেশে আশ্রয় নিতে নিয়েছে মোট ৮ লাখ ৮৯ হাজার ৫শ’ জন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এ খবর জানিয়েছেন। ২০১৭ সালের ২৫ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই মাসে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে় নেওয়ার ব্যাপারে মিয়ানমার রাজি হয়েছে। মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে টেলিফোনে বিবিসি বাংলাকে এসব কথা বলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাতের ফেরত কথা বললেও তারা এখন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেন নি। ফলে তাদের নিয়েও অস্বস্তি আছে সরকার।

প্রশ্নফাঁস : প্রথম শ্রেণি থেকে শুরু করে প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এ ছাড়া বিভিন্ন নিয়োগ পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অব্যাহত প্রশ্নপত্র ফাঁস ও কর্মকর্তাদের দুর্নীতিতে ডুবছে শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের ২৪ ডিসেম্বর পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) এক অনুষ্ঠানে ‘সহনীয় মাত্রায়’ ঘুষ খাওয়ার ফর্মুলা দিয়ে সমালোচিত হন শিক্ষামন্ত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন করে এর ব্যাখ্যা দেন তিনি। ‘সহনীয় মাত্রায় দুর্নীতি’র আলোচনা থামতে না থামতেই জানুয়ারিতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন ঘুষ নেওয়ার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস হচ্ছে। ব্যর্থতার দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা ওঠে সংসদ ও রাজপথে। ফলে তাদের নিয়েও অস্বস্তি পড়ে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়