শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৮, ০২:০৯ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০১৮, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব হয়তো আসবে না, সকলে মিলে তার শূন্যতা পূরণ করতে হবে

আশিক রহমান: বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব হয়তো আর আসবে না, সবাইকে মিলে তার শূন্যতা পূরণ করতে হবে বলে মনে করেন সিপিবির সভাপতিম-লীর সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক হায়দার আকবর খান রনো।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পনের আগস্টের হত্যাকা- অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটি কেবলমাত্র একটি রাজনৈতিক হত্যাকা-ই ছিল না, এর মধ্যদিয়ে কেবল দেশের শাসন ক্ষমতার পরিবর্তন হয়েছে তা-ই নয়, স্বাধীন দেশটাকে ৪৭ সালের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, ধর্মনিরপেক্ষতার কথা সংবিধানে লেখাও হয়েছিল, তা মুছে দেওয়ার জন্য পনের আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল।

তিনি আরও বলেন, পনের আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ সাইট চেঞ্জ করল। অর্থ্যাৎ আগে ছিল ইন্ডিয়ান ব্লকে, হত্যাকা-ের পর চলে যায় আমেরিকান ব্লকে। এই হত্যাকা- এক ব্যক্তির কাছ থেকে আরেক ব্যক্তি হাতে ক্ষমতা হস্তান্তর ছিল না, এর মধ্যে আদর্শগত, পশ্চাৎপসারণ, তখনকার দিনের ভূ-রাজনীতির ক্ষেত্রে শিবির পরিবর্তনের ঘটনা গুরুত্বপূর্ণ ছিল।

এক প্রশ্নের জবাবে হায়দার আকবর খান রনো বলেন, পৃথিবীতে শূন্য বলে কোনো কিছু থাকে না। বঙ্গবন্ধুর মতো একক ব্যক্তিত্ব হয়তো আর আসবে না, সবাইকে মিলেই তার শূন্যতা পূরণ করতে হবে। ধর্মনিরপেক্ষতা আমাদেরকে আবারও ফিরিয়ে আনতে হবে। আমাদের মুক্তিরসংগ্রাম এখনো সম্পূর্ণ হয়নি। সমাজতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যও লড়াই করে যেতে হবে। কারণ গণতন্ত্র অনিশ্চিত। মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা অনেক দূরে সরে চলে এসেছি। এ বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কাজ করতে হবে বলেও মনে করেন এই বর্ষীয়ান রাজনীতিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়