শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব হয়তো আসবে না সকলে মিলে তার শূন্যতা পূরণ করতে হবে’

আশিক রহমান: বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব হয়তো আর আসবে না, সবাইকে মিলে তার শূন্যতা পূরণ করতে হবে বলে মনে করেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক হায়দার আকবর খান রনো।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পনের আগস্টের হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটি কেবলমাত্র একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ই ছিল না, এর মধ্যদিয়ে কেবল দেশের শাসন ক্ষমতার পরিবর্তন হয়েছে তা-ই নয়, স্বাধীন দেশটাকে ৪৭ সালের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, ধর্মনিরপেক্ষতার কথা সংবিধানে লেখাও হয়েছিল, তা মুছে দেওয়ার জন্য পনের আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল। তিনি আরও বলেন, পনের আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ সাইট চেঞ্জ করল। অর্থ্যাৎ আগে ছিল ইন্ডিয়ান ব্লকে, হত্যাকাণ্ডের পর চলে যায় আমেরিকান ব্লকে। এই হত্যাকাণ্ড এক ব্যক্তির কাছ থেকে আরেক ব্যক্তি হাতে ক্ষমতা হস্তান্তর ছিল না, এর মধ্যে আদর্শগত, পশ্চাৎপসারণ, তখনকার দিনের ভূ-রাজনীতির ক্ষেত্রে শিবির পরিবর্তনের ঘটনা গুরুত্বপূর্ণ ছিল।

এক প্রশ্নের জবাবে হায়দার আকবর খান রনো বলেন, পৃথিবীতে শূন্য বলে কোনো কিছু থাকে না। বঙ্গবন্ধুর মতো একক ব্যক্তিত্ব হয়তো আর আসবে না, সবাইকে মিলেই তার শূন্যতা পূরণ করতে হবে। ধর্মনিরপেক্ষতা আমাদেরকে আবারও ফিরিয়ে আনতে হবে। আমাদের মুক্তিরসংগ্রাম এখনো সম্পূর্ণ হয়নি। সমাজতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যও লড়াই করে যেতে হবে। কারণ গণতন্ত্র অনিশ্চিত। মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা অনেক দূরে সরে চলে এসেছি। এ বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কাজ করতে হবে বলেও মনে করেন এই বর্ষীয়ান রাজনীতিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়