শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইসেন্স বিহীন সরকার দেশ পরিচালনা করছে : খন্দকার মাহবুব

কায়েস চৌধুরী: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ছোট্ট মনিরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লাইসেন্স বিহীন অদক্ষ ড্রাইভার, ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না। আমরা সবক্ষেত্রেই লাইসেন্স চাই। লাইসেন্স বিহীন এই সরকার দেশ পরিচালনা করছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত ' শিক্ষার্থীদের উপর নিপীড়ন: বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেছেন ‘আজ আন্দোলনরত শিশুদের ওপর অত্যাচার করা হচ্ছে। কারণ কি? তাদের দাবি ছিল আমরা রাস্তায় লাইসেন্সবিহীন গাড়ি চলতে দেবো না। লাইসেন্সবিহীন চালক সড়কে গাড়ি চালাতে পারবে না। কিন্তু এ সরকার নিশ্চুপ কেন? স্বাভাবিকভাবেই তাদের একটি দুর্বলতা আছে। ক্ষমতায় যেতে হলে জনগণের ভোটে যেতে হয়। কিন্তু তারা জনগণের ভোটে নির্বাচিত না হয়ে অবৈধভাবে ক্ষমতায় আছে। তারা নিজেরাই লাইসেন্সবিহীন অবস্থায় আছে। সে কারণে তাদের মনে আঘাত লেগেছে। তারা এখন মনে মনে ভাবছে- আমরা ক্ষমতায় আছি আমাদেরও তো লাইসেন্স নেই।’

এসময় তিনি বলেন, ‘এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না। বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করার স্বপ্নে সরকার সফল হবে না। তাই সরকারকে বলবো ৫ জানুয়ারি ভুলে যান। অনেক পানি নদীতে গড়িয়েছে। একই খেলা বারবার খেলা যায় না। আসেন আমরাও খেলব, আপনারাও খেলবেন। ভোটের অধিকার নিশ্চিত না করে আগামী দিনে নির্বাচন হবে না। আমরা চাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার পরিচালনা করতে হলে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে।

তিনি আরো বলেন, আপনারা রাস্তায় নেমে সপথ নিন কোন লাইসেন্স বিহীন সরকার দেশে টিকে থাকতে পারবে না। প্রয়োজনে রাজপথে নামবো, রক্ত দিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়