শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৮, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০১৮, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রি‌টে‌নের ভিসার জন্য বি‌য়ের শিকার হ‌চ্ছেন বাংলা‌দেশী নারীরা

সাইদুল ইসলাম, যুক্তরাজ্যঃ  শুধুমাত্র ব্রি‌টে‌নের ভিসার জন্য বহু ব্রি‌টিশ বাংলা‌দেশী নারী‌কে বি‌য়ে‌তে বাধ্য করা হ‌চ্ছে, এমন অভিু‌যে‌াগ পে‌য়ে‌ছে ব্রি‌টিশ স‌রকার। তা স‌ত্বেও বহু বাংলা‌দেশী সহ বি‌ভিন্ন দে‌শের অভিনবাসী‌দের ব্রি‌টে‌নে বসবা‌সের অনুনম‌তি দেয়া হ‌য়ে‌ছে।

ফোর্স ম্যা‌রেজ নি‌য়ে কাজ করা ব্রি‌টিশ সেচ্ছাসেবী প্র‌তিষ্টানগু‌লো এ অভি্‌যে‌াগ তুল‌লেও ব্রি‌টে‌নের হোম অফি‌স এ অভির‌যে‌াগ অস্বীকার ক‌রে‌ছে।চল‌তি সপ্তা‌হে ব্রি‌টে‌নের দৈ‌নিক দ্যা টাইম‌সের অনুসন্ধা‌নে উঠেব এসো‌ছে এমন তথ্য। ঐ অনুসন্ধা‌নে দেখা গে‌ছে, এরকম ৮৮ টি ঘটনার ক্ষে‌ত্রে ভিক‌টিম ব্রি‌টিশ তরুনীরা তা‌দের স্বামীর ভিসা ব্লক কর‌তে চে‌য়ে‌ছি‌লেন। কিন্তু তা স‌ত্বেও ৪২ জন ব্রি‌টে‌নের ভিসাস পে‌য়ে‌ছেন।

২০১৪ সা‌লে ব্রি‌টে‌নে ফোর্স ম্যা‌রেজ‌কে অবৈরধ ঘোষনা ক‌রে সরকার। নতুন অাইনেস অভিবযু‌ক্তের জন্য সাত বছ‌রের কারাদ‌ন্ডের বিধান রাখা হয়।যুক্তরা‌জ্যের ফোর্স ম্যা‌রেজ ইউনিরটের ( এফ এম ইউ) তথ্য ম‌তে, গত বছর ১২৯ জন ব্রি‌টিশ বাংলা‌দেশী নারী ফোর্স ম্যা‌রে‌জের শিকার হ‌য়ে‌ছি‌লেন।

প্রসংগত, নিজের কন্যাকে তার ইচ্ছে র বিরু‌দ্ধে বাংলাদেশে নিয়ে বিয়ে দেওয়ার অপরাধে গত সপ্তা‌হে বাংলাদেশি দম্পতিকে আট বছরের কারাদন্ড দেয় ব্রি‌টে‌নের এক‌টি আদালত। গত ৩০ জুলাই তাদের সাজা ঘোষণা করা হয়। বিচারক তার রায়ে বাবাকে সাড়ে চার বছরের ও মাকে সাড়ে তিন বছরের কারাদন্ড দিয়েছেন।

১৮ বছর বয়সী মেয়েকে ঈদের ছুটি কাটানো ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের কথা বলে ছয় সপ্তাহের জন্য বাংলাদেশে নিয়ে যান ওই তার মা-বাবা। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে ওই বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। এতে অস্বীকৃতি জানালে তারা ওই কিশোরীকে সহিংস আচরণের হুমকিও দেন মা বাবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়