শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ০৯:৪৪ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আ.লীগ প্রার্থীদের অফসাইডে ফেলতে চেয়েছিল বিএনপি’

ডেস্ক রিপোর্টঃ  ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশব্যাপী আলোচিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ফুটবল খেলার মতো অফসাইডে ফেলে ফায়দা নিতে চেয়েছিল বিএনপি মনোনীত প্রার্থীরা।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে সমাজকল্যাণমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর নেতাদের সঙ্গে নির্বাচনী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মেনন বলেন, নব্বইয়ের দশকে বিশ্বকাপ ফুটবলের সময় ল্যাটিন আমেরিকার দলগুলো প্রতিপক্ষের গোল ভণ্ডুল করতে নিজেরা সবাই ডিফেন্স থেকে মাঝমাঠে উঠে আসত, যাতে প্রতিপক্ষের ফরওয়ার্ড বা স্ট্রাইকাররা অফসাইড বিবেচিত হন।

তিনি বলেন, এবারের সিটি কর্পোরেশন নির্বাচনেও বিএনপি প্রার্থীরা নিজেরাই পোলিং এজেন্ট না দিয়ে বা কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে তাদের বের করে দেয়া হয়েছে বলে প্রচার করছে এবং দাবি করছে তাদের অনুপস্থিতিতে জালভোট দেয়া হয়েছে।

বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির নির্বাচন পরবর্তী মনোভাবের সমালোচনা করে মেনন বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের আগেই হেরে বসেছিল বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

অন্যদিকে রাজশাহীতে বিএনপি মেয়রপ্রার্থী রাগ করে কেন্দ্রের বাইরে খোলা মাঠে সময় কাটিয়েছে। যাদের নির্বাচনী অভিজ্ঞতা আছে তারা এ ধরনের কৌশল সম্বন্ধে ভালোই জানেন।

এর মধ্য দিয়ে তারা কেবল এই নির্বাচনই নয় জাতীয় নির্বাচনকেও প্রশ্নের মুখে দাঁড় করাতে চাচ্ছে এবং তারা যদি সেই নির্বাচন বর্জন করার সিদ্ধান্তও নেয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, কামরূল আহসান, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ। যুগান্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়