শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপেশাদার মোটরবাইকের লাইসেন্স দিয়ে বাস চালাত ওরা

ডেস্ক রিপোর্ট: ওদের কাছে পাওয়া গেছে এলসি (হালকা যান) লেখা ড্রাইভিং লাইসেন্স। এর অর্থ হলো মটরসাইকেল ও হালকা যান তারা চালাতে পারবেন। তাও আবার অপেশাদার। অর্থাত্ নিজের মোটরবাইক বা প্রাইভেটকার চালানোর অনুমোদন তাদের আছে। কিন্তু ওরা চালাত পাবলিক বাস। হ্যাঁ, বলা হচ্ছে জাবালে নূর পরিবহনের তিন চালকের কথা। যে বাসগুলোর পাল্লাপাল্লিতে জীবন গেছে দুই শিক্ষার্থীর। তিনজনই র্যাব ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া লাইসেন্স পরীক্ষা করে এসব তথ্য মিলেছে। যা বিআরটিএতে পাঠানো হয়েছে। খবর: ইত্তেফাক

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরবাইক ও প্রাইভেট কার চালানোর লাইসেন্স নিয়ে তারা দিব্যি ৪০ আসনের বাস চালিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছাড়া কোনোভাবেই তাদের হাতে বাসের চাবি দেওয়ার কথা ছিল না। জাবালে নূর বাসের এই তিন চালক হলেন মাসুম বিল্লাহ, জুবায়ের ও সোহাগ আলি। এদের মধ্যে মাসুমকে বরগুনার আমতলি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পুলিশ। অন্য দুই চালকসহ দুই সহকারীকে গতকাল আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আগামী ৬ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া জাবালে নূরের তিন বাসচালক মাসুম, জুবায়ের ও সোহাগ আলির কাছে পাওয়া গেছে বিআরটিএ’র অপেশাদার চালকের লাইসেন্সের তিনটি কার্ড। এসব কার্ডে ইংরেজি বর্ণে লেখা ছিল এলসি (হালকা যান)। এই লাইসেন্স ব্যবহার করে পেশাদার চালক হিসেবে ভারী যান চালিয়ে আসছিলেন তারা। বিআরটিএ জানিয়েছে, অপেশাদার লাইসেন্সধারী চালকরা কখনোই ভারী যানবাহন চালাতে পারবেন না। নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে পেশাদার চালকের লাইসেন্স নিতে হবে। এরপরই তারা বাস ট্রাকের মতো ভারী যানবাহন চালাতে পারবেন।

বিআরটিএর পরিচালক (অপারেশন) শীতাংশু শেখর বিশ্বাস বলেন, অপেশাদার লাইসেন্সধারী ভারী যানবাহন চালাতে পারেন না। ভারী যানবাহন চালাতে গিয়ে কোনো ঘটনা ঘটলে ধরে নেওয়া হবে ওই চালক লাইসেন্সধারী নন। তখন ওই চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাবালে নূরের যে তিনটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা ঘটেছে, সেগুলোর নিবন্ধন নম্বর হলো ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭, যেটা চালাতেন মাসুম। ঢাকা মেট্রো ব-১১-৭৬৫৭ বাসটি চালাতেন জুবায়ের অপরটি ঢাকা মেট্রো ব-১১-৭৫৮০, এটা চালাতেন সোহাগ। এরমধ্যে ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ নম্বর বাসের চাপায় মারা যায় দুই শিক্ষার্থী। মাসুম বিল্লাহর বাসের রেজিস্ট্রেশন আর ফিটনেস ঠিক থাকলেও রুট পারমিটের মেয়াদ ২০১৬ সালের ১৮ অক্টোবর শেষ হয়েছে। আর সোহাগ আলির বাসটির রেজিস্ট্রেশন ঠিক থাকলেও ফিসনেটের মেয়াদ শেষ হয়েছে গত ২০ জুন। রুট পারমিট ও ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে গত ২৪ মার্চ। আর জুবায়েরের চালানো বাসটির রেজিস্ট্রেশন ঠিক থাকলেও ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের ১৮ মে। রুট পারমিটের মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালের ১৯ মে।

এদিকে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা এ আদেশ দেন। রবিবার রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর আলম মামলাটি করেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন- এনায়েত হোসেন (৩৮), সোহাগ আলী (৩৫), রিপন হোসেন (৩২) ও জোবায়ের (৩৬)। আর মাসুম বিল্লাহকে আজ আদালতে তোলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়