শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ০৩:৫২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ধর্ষণের শিকার গৃহবধূ, পরিবারকে প্রকাশ্যে হত্যার হুঁমকি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কৃষ্ণনগরে ২৬ বছরের এক গৃহবধূ ধর্ষণের মামলার আসামীদের গ্রেফতারেরদাবীতে সংবা সম্মেলন করেছে ওই গৃহবধূর পরিবার। এছাড়াও ওই গৃহবধূর পরিবারকে প্রকাশ্যে হত্যার হুঁমকি দিচ্ছে ধর্ষকরা । এব্যাপারে মঙ্গলবার (৩১জুলাই) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ওই গৃহবধূর পরিবার অভিযোগ করে বলেন, গত (৬ জুলাই) শুক্রবার ফরিদপুর সদরের মাধবপুর গ্রামের জমির শেখের ছেলে পাভেল শেখ (২৮) জোঁরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। এসময় স্থানীয় সন্ত্রাসী মোস্তফা ফকির (৩৪) ধর্ষণের সময় ওই ধর্ষককে সহযোগীতা করে বলে ওই পরিবার লিখিতভাবে সাংবাদিকদের জানান। এব্যাপারে গত সোমবার (৯ জুলাই) ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন মন আইনের ৯(১)/৩০ এর একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। এদিকে ধর্ষণের এ ঘটনা শোনার পরপরই ওই গৃহবধূর স্বামী তাকে তালাক য়ে বলে ওই গৃহবধূ জানায়।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানায়, মামলা ায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নিতে হুঁমকি-ধামকি দি”েছ। এছাড়া আমারে ঘরবাড়ি জ্বালাইয়া দিবে এবং আমাকে মেরে ফেলার হুঁমকি দিচ্ছে ধর্ষকরা। আমি ও আমার পরিবার সবসময় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

ওই গৃহবধূর বাবা বলেন, আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়া”চ্ছে । তবুও অদৃশ্য কারণে পুলিশ তাদের আটক করছে না। এছাড়া মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ায় পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। ভাই আমরা গরীব মানুষ, আপনারা আমাদের বাঁচান।

এ মামলার এস,আই (তদন্ত কর্মকর্তা) মো. আরিফুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। এছাড়া আসামীদের দ্রুত গ্রেফতার করতে কাজ করে যাচ্ছে আমাদের টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়