শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ০৩:১২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট সিটিতে বিএনপির জেতাকে দুর্ভাগ্য বললেন খোকন

সাইদ রিপন : তিন সিটি নির্বাচনের মধ্যে শুধু সিলেটে বিএনপির জেতাকে দুর্ভাগ্য বলেছেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আরিফুল হক চৌধুরী জনগণের দুর্ভাগ্য বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে খোকন এ কথা বলেন। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিব সচিব হেলালুদ্দীন আহমদ এর কাছে আয়-ব্যয়ের হিসেব জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিবের প্রতিনিধিত্ব একটি দল।

খোকন বলেন, নির্বাচন সংক্রান্ত দলের পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই দলের প্রতিক্রিয়া জানিয়েছেন। সিলেট নির্বাচন নিয়ে তিনি বলেন, সারাদিন পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে রেখেছিলো। তারপরও দুর্ভাগ্যক্রমে সেখানে (সিলেটে) বিএনপি জিতে গেছে। আর বাকিগুলো বরিশালে ও রাজশাহীতে কোন নির্বাচনই হয়নি। বরিশাল ও রাজশাহীতে কোন ভোটার ভোট দিতে পারেননি তারা বাধাগ্রস্থ হয়েছে।

তিনি জানান, সরকারি পৃষ্টপোষকতায় সন্ত্রাসী দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মকর্তারা পর্যন্ত ভোট দিয়েছে। ভোট ছিলো জনগনের কিন্তু ভোটারদের পরিবর্তে ভোট দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আপনি বলেছেন দুর্ভাগ্যক্রমে সিলেটে বিএনপি জিতে গেছে এটা কি বিএনপির দুর্ভাগ্য না সরকারের দুর্ভাগ্য সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জনগনের দুর্ভাগ্য। সন্ত্রাস, কারচুপি, আগের দিন রাতে আওয়ামী লীগী ষ্টাইলে পুলিশ প্রিজাইডিং অফিসারদের সহায়তায় ব্যালট পেপার নিয়ে নিবে, সিল মারবে এবং সকালে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যলট বাক্সে ঢুকিয়ে রাখবে। এটা কি নির্বাচন হল। সিলেটেও সুষ্ঠু নির্বাচন হয়নি। তারপরও অধিক সংখ্যক ভোটার ভোট দিয়েছে। সিলেটেও সুষ্ঠু ভোট হলে দুই থেকে তিন লাখ ভোটের ব্যবধানে আমরা জিততাম। তিন থেকে চার হাজার ভোটে জিততাম না। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বরিশাল ও রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থীর জয় হয়েছে। আর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী দুটি কেন্দ্রের ভোট বাদে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরানের চেয়ে চার হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন। ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টিতে আরিফুল হক পেয়েছেন ৯০৪৯৬ ভোট। বদর উদ্দিন কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। তবে গোলযোগের জন্য স্থগিত দুই কেন্দ্রে ভোট স্থগিত আছে। স্থগিত দুই কেন্দ্রে ভোট রয়েছে ৪ হাজার ৭৮৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়