শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ০২:৫৪ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির জ্বালানো আলো নিভবে না তো?

আক্তারুজ্জামান : ক্যারিবিয়ান দ্বীপে সফরের সময়টা বড্ড খারাপ যাচ্ছিল বাংলাদেশের। টানা দুই টেস্ট ম্যাচে কোন সুযোগ তৈরি করতে না পেরে একেবারে যাচ্ছেতাইভাবে হেরেছিল সাকিব-তামিমরা। কিন্তু ওয়ানডে সিরিজে এসে পাল্টে যায় টাইগারদের চেহারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ এ জয় তো করেছেই, পাশাপাশি হেরে যাওয়া ম্যাচটিতেও গিয়েছিলেন জয়ের বন্দরে। দলের এই পাল্টে যাওয়ার কারিগর আর কেউ নয়, আমাদের ক্যাপ্টেন ম্যাশ। যার অসাধারণ নেতৃত্বে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৯ বছর পর সিরিজ জিতেছে বাংলাদেশ দল। বলা চলে সফরের শুরুতে ধূসর হয়ে যাওয়া বাংলাদেশ দলে আলো জ্বালিয়েছেন মাশরাফি বিন মর্তুজ।

এখন কথা হলো, মাশরাফির এই জ্বালিয়ে যাওয়া আলো টি-টুয়েন্টি সিরিজে নিভে যাবে না তো? আন্তর্জাতিক ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের পারফর্ম্যান্স খুব একটা ভালো না। চলতি বছরের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া নিদাহাস ট্রফিতে চমকে যাওয়া খেলা উপহার দিয়েছিল সাকিব-মুশফিকরা। তবে এরপর ভারতের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খুঁজে পাওয়া যায়নি সেই ‘আসল’ বাংলাদেশের। আফগানদের কাছ থেকে একেবারে ধবলধোলাই হয়ে দেশে ফিরেছিল সাকিব বাহিনী। যা টাইগারভক্তদের খুবই ব্যথিত করেছিল।

এখন সেই কষ্ট ভোলার সুযোগ এসেছে সাকিব আল হাসানের সামনে। মাশরাফির হাত দিয়ে উজ্জীবিত হওয়া দলকেই টি-টুয়েন্টি সিরিজে পাচ্ছেন সাকিব। চনমনে দলের কাছ থেকে ভালো কিছুই আশা করতে পারে সবাই। দুরন্ত তামিম, মিতব্যয়ী মিরাজ, আগ্রাসী মুশফিক, লড়াকু রিয়াদ এবং সেনাপতি সাকিব- সব মিলিয়ে উড়ন্ত বাংলাদেশ। এই দলটা নিভে গেলে তা সাকিবের জন্য একটা দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এই দলকে নিয়ে ক্যারিবীয় সফরের বিশ-বিশ ফরম্যাটের সিরিজটা জেতায় চাই বাংলাদেশের জন্য।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় তিনম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা ধরে রেখে প্রথম ম্যাচেই জয় চাইবে দেশের লাখোকোটি ক্রিকেটভক্তরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মাশরাফির বাংলাদেশকেই আশা করছে সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়