শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার থেকে টেকনাফে র‌্যাবের যৌথ টহল

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে কক্সবাজার থেকে টেকনাফে র‌্যাবের যৌথ টহল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) নতুন ৫টিসহ সাতটি ক্যাম্প যৌথ ভাবে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে টহল দিয়ে র‌্যাব আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করেন।

এর ফলে টেকনাফ র‌্যাবের নতুন পাঁচটি ক্যাম্পের যাত্রা শুরু হয়। এই সব ক্যাম্প হল, টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং, টেকনাফ সদর, বাহারছড়া ও হোয়াইক্যং। এই যৌথ টহলে অংশ নেয় ৩০টি যান টহল।

র‌্যাব সূত্র জানায়, সকল ক্যাম্পের সমন্বয়ে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদি হাসানের নেতৃত্বে টেকনাফ র‌্যাব ক্যাম্পের মির্জা শাহেদ মাহতাবসহ কক্সবাজারের লিংক রোড় থেকে র‌্যাবের যৌথ টহল শুরু হয়। টহল দলটি কক্সবাজার কলাতলী মোড় হয়ে মেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়া থেকে সন্ধায় টেকনাফ উপজেলা পরিষদে এসে যৌথ টহল শেষ হয়।

র‌্যাব-৭ কক্সবাজার সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মেহেদি হাসান সংবাদিকদের জানান, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে কক্সবাজার ও টেকনাফ অঞ্চলে নতুন পাঁচটি ক্যাম্প চালু করা হয়েছে। এই অঞ্চলে বর্তমানে সাতটি ক্যাম্প ধারা মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশব্যাপী র‌্যাবের চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে শীর্ষক অভিযান পরিচালিত হচ্ছে।

কক্সবাজারকে মাদকমুক্ত করার লক্ষ্যে টেকনাফে র‌্যাবের নতুন পাঁচটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক টহলের মাধ্যমে যাত্রা শুরু করা হয় বলে জানিয়েছেন।
সূত্র জানায়, টেকনাফের ওপারে পাশ্ববর্তী দেশ মিয়ানমার। সীমান্তে পাহারায় বিজিবি এবং নৌপথ পাহারায় কোস্টগার্ড রয়েছে। এ ছাড়াও রয়েছে পুলিশ বাহিনী। এর পরও ইয়াবা পাচার বন্ধ হচেছনা। তাই ইয়াবা পাচার বন্ধে নতুন পাঁচটি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়